শিরোনাম
◈ ঘুমন্ত স্ত্রী-সন্তানসহ ৬ জনের শরীরে পেট্রল ঢেলে আগুন, দুজনের মৃত্যু ◈ ভেস্তে যাওয়ার দ্বারপ্রান্তে যুদ্ধবিরতি: গাজায় ‘শক্তিশালী’ হামলা চালানোর নির্দেশ নেতানিয়াহুর ◈ সোনার দাম একলাফে কমলো সাড়ে ১০ হাজার টাকা ◈ ইতালিতে রেসিডেন্স পারমিট পাওয়ায় শীর্ষ তিনে বাংলাদেশিরা ◈ গাজায় ইসরাইলপন্থী পক্ষপাতের অভিযোগে নিউইয়র্ক টাইমস বয়কটের ঘোষণা ১৫০-রও বেশি লেখক ও শিল্পীর ◈ বিপুলসংখ্যক জামিন প্রশ্নে তিন বিচারপতির কাছে কোনো ব্যাখ্যা নয়, তথ্য চাওয়া হয়েছে: সুপ্রিম কোর্ট ◈ ক্ষোভে জ্বলছে ভারতীয়রা : পাক জেনারেলকে ড. ইউনূসের দেওয়া উপহারের মানচিত্রে ভারতের সাত রাজ্য! ◈ জটিলতা কাটেনি গণভোটের সময় নিয়ে, দুই মেরুতে বিএনপি-জামায়াত ◈ কতটুকু জায়গা ছাড়তে হয় বাড়ি করার সময়, জেনে নিন আইনে কী আছে ◈ লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি

প্রকাশিত : ২৬ মার্চ, ২০২১, ০১:০৩ দুপুর
আপডেট : ২৬ মার্চ, ২০২১, ০১:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফজরের আজানে ঘুম নষ্ট, মসজিদের ইমামকে হত্যা!

ডেস্ক রিপোর্ট: ফজরের আজানের শব্দে তার ঘুমের ব্যাঘাত ঘটতো আর তাই নিজ এলাকার একটি মসজিদের ইমামকে হত্যা করেছেন এক ব্যক্তি। এই ঘটনা ঘটেছে যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে। বিডিমর্নিং

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ইয়েমেনের তেইজের আল-দারবা আল-ওলাইয়ার আল-রাহমা মসজিদের ইমামকে হত্যা করা হয়েছে।

মিডল ইস্ট মনিটর জানিয়েছে, ৩৫ বছর বয়সী কাসেম মোহাম্মদ আল-জুবাইদি এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন। মঙ্গলবার ফজরের আজান দিতে মসজিদে যাচ্ছিলেন ইমাম শেখ আল-জাঘৌরি। এসময় তাকে পথিমধ্যে রান্না করার ছুরি দিয়ে আঘাত করে আল-জুবাইদি। পরে ৮০ বছর বয়সী ইমামকে পাথর দিয়েও আঘাত করে অভিযুক্ত।

স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, আল-জুবাইদি এর আগেও শেখ আল-জাঘৌরির ওপর বিভিন্ন সময় হামলা চালিয়েছিল। গত কয়েক বছর ধরেই ইয়েমেনে অপরাধ বেড়ে গেছে। কারণ দেশটিতে নিরাপত্তা ও স্থিতিশীলতার অভাব রয়েছে।

উল্লেখ্য, আরব বসন্তের পর ২০১১ সালে ইয়েমেনের দীর্ঘদিনের প্রেসিডেন্ট আলি আবদুল্লাহ সালেহ ক্ষমতা ছাড়তে বাধ্য হন। এরপরই মূলত দেশটি অস্থিতিশীল হয়ে ওঠে। পরবর্তীতে হুথি বিদ্রোহীরা দেশের একটা বড় অংশ দখলে নিলে গৃহযুদ্ধ শুরু হয়। যা এখনও চলমান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়