শিরোনাম
◈ শাহজালালে কার্গো ভিলেজে আগুনের ঘটনা নাশকতা নয়: প্রেস সচিব ◈ সব প্রতিষ্ঠানে চালু হবে আন্তঃলেনদেন ব্যবস্থা, দরকার হবে না ক্যাশ-আউট ◈ ট্রাফিক পুলিশের জরিমানার ক্ষমতাসহ শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা জারি ◈ কড়াইল বস্তিতে আগুন: নিয়ন্ত্রণে কাজ করছে ২১ ইউনিট (ভিডিও) ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার সাম‌নে থরথর করে কাঁপছে ভারতীয় ব্যাটিং, আবার হোয়াইটওয়াশের আশঙ্কা ◈ কোনো দলই সুপার ওভারে  অভ্যস্ত নয়, দেশে ফিরে জানা‌লেন আকবর আ‌লি  ◈ হিজবুল্লাহ অবশ্যই প্রভাবশালী কমান্ডার হত্যার জবাব দেবে এবং সেটা হবে অত্যন্ত বেদনাদায়ক: আরব বিশ্লেষক ◈ বেনাপোল বন্দরে আমদানি–রফতানি ৩৩৪ ট্রাক, পাসপোর্টধারী যাতায়াত ১,৯১৬ ◈ গেজেট প্রকাশ বুধবারের মধ্যে, গণভোটের ব্যালট হবে ভিন্ন রংয়ের: আইন উপদেষ্টা ◈ বিএনপি নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুত: রিজভী

প্রকাশিত : ২৬ মার্চ, ২০২১, ০১:০৩ দুপুর
আপডেট : ২৬ মার্চ, ২০২১, ০১:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফজরের আজানে ঘুম নষ্ট, মসজিদের ইমামকে হত্যা!

ডেস্ক রিপোর্ট: ফজরের আজানের শব্দে তার ঘুমের ব্যাঘাত ঘটতো আর তাই নিজ এলাকার একটি মসজিদের ইমামকে হত্যা করেছেন এক ব্যক্তি। এই ঘটনা ঘটেছে যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে। বিডিমর্নিং

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ইয়েমেনের তেইজের আল-দারবা আল-ওলাইয়ার আল-রাহমা মসজিদের ইমামকে হত্যা করা হয়েছে।

মিডল ইস্ট মনিটর জানিয়েছে, ৩৫ বছর বয়সী কাসেম মোহাম্মদ আল-জুবাইদি এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন। মঙ্গলবার ফজরের আজান দিতে মসজিদে যাচ্ছিলেন ইমাম শেখ আল-জাঘৌরি। এসময় তাকে পথিমধ্যে রান্না করার ছুরি দিয়ে আঘাত করে আল-জুবাইদি। পরে ৮০ বছর বয়সী ইমামকে পাথর দিয়েও আঘাত করে অভিযুক্ত।

স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, আল-জুবাইদি এর আগেও শেখ আল-জাঘৌরির ওপর বিভিন্ন সময় হামলা চালিয়েছিল। গত কয়েক বছর ধরেই ইয়েমেনে অপরাধ বেড়ে গেছে। কারণ দেশটিতে নিরাপত্তা ও স্থিতিশীলতার অভাব রয়েছে।

উল্লেখ্য, আরব বসন্তের পর ২০১১ সালে ইয়েমেনের দীর্ঘদিনের প্রেসিডেন্ট আলি আবদুল্লাহ সালেহ ক্ষমতা ছাড়তে বাধ্য হন। এরপরই মূলত দেশটি অস্থিতিশীল হয়ে ওঠে। পরবর্তীতে হুথি বিদ্রোহীরা দেশের একটা বড় অংশ দখলে নিলে গৃহযুদ্ধ শুরু হয়। যা এখনও চলমান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়