শিরোনাম
◈ বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত: প্রণয় ভার্মা ◈ গণভোট প্রশ্নে রাজনৈতিক দলগুলোর জিজ্ঞাসায় সিইসির জবাব: ‘আইন ছাড়া সম্ভব নয়’ ◈ অজিত দোভালের সঙ্গে ড. খালিলের সৌজন্য সাক্ষাৎ, আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতা নিয়ে আলোচনা ◈ আওয়ামী লীগের ভবিষ্যৎ কোনদিকে, শেখ হাসিনার ফাঁসি হলে কি হবে? ◈ মিজানুর রহমান আজহারীর প্রার্থিতার ব্যাপারে যে তথ্য দিল জামায়াত ◈ সিন্ডিকেটের ঝুঁকি—মালয়েশিয়ার শর্ত শিথিলের অনুরোধ বাংলাদেশ সরকারের ◈ অবৈধ মোবাইল ফোন বন্ধ হবে কিনা, স্পষ্ট করলেন ফয়েজ তৈয়্যব ◈ মারিয়ানা ট্রেঞ্চে চীনের ভয়ঙ্কর আবিষ্কার, সমুদ্রের ১১ কিমি নিচে যা দেখল চীন, তা কল্পনারও বাইরে! (ভিডিও) ◈ আয়ারল‌্যা‌ন্ডের বিরু‌দ্ধে বড় সংগ্রহের পথে বাংলাদেশ ◈ ভোটে প্রচারণায় তারেক রহমানের ছবি ব্যবহারে এনসিপির আপত্তি

প্রকাশিত : ২৬ মার্চ, ২০২১, ১১:৪৬ দুপুর
আপডেট : ২৬ মার্চ, ২০২১, ১১:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিএমপির শ্রেষ্ঠ বিভাগ দক্ষিণ এবং শ্রেষ্ঠ ওসি মো. রুহুল আমিন

রাজু চৌধুরী: [২] চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সেরা ৪০ জন পুলিশ কর্মকর্তার মাঝে বিভিন্ন ক্যাটাগরিতে ১ লাখ ৬৮ হাজার টাকা নগদ ও সম্মাননা সনদপত্র দেওয়া হয়েছে।

[৩] ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে শ্রেষ্ঠ বিভাগ ও শ্রেষ্ঠ মাদকদ্রব্য উদ্ধারকারী বিভাগ হিসেবে পুরস্কৃত হয়েছেন উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) এস এম মেহেদী হাসান। শ্রেষ্ঠ সহকারি পুলিশ কমিশনার হিসেবে পুরস্কৃত হয়েছেন পাঁচলাইশ জোনের মো. শহীদুল ইসলাম।

[৪] শ্রেষ্ঠ থানার পুরস্কার গ্রহণ করেছেন- বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রুহুল আমিন, শ্রেষ্ঠ উপ-পরিদর্শক হিসেবে পুরস্কৃত হয়েছেন কর্ণফুলী থানার এসআই মোবারক হোসাইন, শ্রেষ্ঠ সহকারি উপ-পরিদর্শক হিসেবে পুরস্কৃত হয়েছেন কোতোয়ালী থানার এএসআই জয়নুল আবেদীন এবং শ্রেষ্ঠ সহকারি উপ-পরিদর্শক (ওয়ারেন্ট তামিলকারী) হিসেবে পুরস্কৃত হয়েছেন কোতোয়ালী থানার এএসআই রনেশ বড়ুয়া।

[৫] বুধবার দামপাড়া পুলিশ লাইন্সের মাল্টিপারপাস সেডে পুলিশের মাসিক কল্যাণ সভা শেষে পুরস্কার প্রাপ্তদের হাতে এ সম্মাননা তুলে দেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার সালেহ্ মোহাম্মদ তানভীর।

[৬] এসময় সিএমপি’র সেবা তহবিল থেকে পুলিশ সদস্য ও সিভিল স্টাফদের আবেদনের প্রেক্ষিতে চিকিৎসা সহায়তা হিসেবে নগদ ৬ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করেন সিএমপি কমিশনার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়