উত্তম কুমার হাওলাদার: ঘড়ির কাটায় ঠিক রাত ৯ টা। ৫ মিনিটের জন্য অন্ধকাচ্ছন্ন হয়ে যায় গোটা পর্যটন কেন্দ্র কুয়াকাটা। বৃহস্পতিবার ভায়াল ২৫ মার্চ গনহত্যা দিবস উপলক্ষে পর্যটন ব্যবসায়িরা এমন আয়োজন করেন । এসময় সুনশান নিরাবতার মধ্যদিয়ে আগত পর্যাটকসহ স্থানীয় হেটেল মোটেল ব্যবসায়ি ও বিভিন্ন সামাজিক সাংস্কৃিত সংগঠন অংশগ্রহন করে।
Exif_JPEG_420
এর আগে কুয়াকাটা বালু ভাস্কর্যের পাশে উন্মুক্ত মঞ্চে সামনে ভায়াল ২৫ মার্চ গনহত্যায় নিহত শহীদের স্মরনে মোমবাতি প্রজ্জলন করা হয়। এছাড়া কুয়াকাটা তরুন ক্লাবের সামনে মোমবাতি প্রজ্জলন করা হয়।
কুয়াকাটা শিল্পী গোষ্টির সভাপতি হোসাইন আমির বলেন, ২৫ মার্চ ভায়াল কাল রাতে পাকিস্তানি হানাদার বাহিনী এ গনহত্যা চালায়। এরই প্রতিবাদে এমন কর্মসূচী পালন করা হয়েছে।