অপু রহমান : সন্তানের কথা চিন্তা করে দীর্ঘ ১৩ বছর চাকুরি করার পর চাকরি ছেড়ে ঘরে বসে থাকি ঠিক তখন স্বামীর অনুপ্রেরণা আর উৎসাহে ২০২০ সালের জুলাই মাসে মাত্র ৩০ হাজার টাকা দিয়ে উদ্যোক্তা জীবন শুরু করি। ৩০ হাজার টাকা দিয়ে শুরু করার পর থেকে এ পর্যন্ত ৩ ধাপে অর্থ বিনিয়োগ করে ব্যবসায় এ পর্যন্ত বিক্রির পরিমাণ মোট ৯ লাখ টাকায় দাঁড়িয়েছে।
আমরা সবাই জানি জামদানির জন্য ঢাকাইয়া জামদানি সেরা। কিন্তু বর্তমানে টাঙ্গাইল, সিরাজগঞ্জ ও পাবনার ঈশ্বরদীতে জামদানি হয়ে থাকে। তবে একেক জায়গার জামদানির নকশা একেক রকম হয়।
আমি ঢাকাইয়া, টাঙ্গাইল ও সিরাজগঞ্জের জামদানি নিয়ে কাজ করছি। ঢাকাইয়া ও টাঙ্গাইলের জামদানি কাস্টমাইজড করে থাকি। বর্তমানে ঢাকাইয়া জামদানি দিয়ে লেহেঙ্গা, গাউন, কটি ড্রেস, শার্ট, হিজাব তৈরি করেছি এবং টাঙ্গাইলের জামদানি দিয়ে খিমার মাস্ক কাস্টমাইজড করেছি। আগামী মাস থেকে বঙ্গজে জামদানি গজ কাপড় পাওয়া যাবে। সাধ্যের মধ্যে জামদানিকে সবার মাঝে নিয়ে আসার চেষ্টা করে যাচ্ছি।
বঙ্গজ দেশের প্রতিটি বিভাগে পৌঁছে গেছে। দেশের বাইরেও সফলভাবে জামদানিকে পৌঁছে দিয়েছে, আমেরিকাতে ৬ বার লন্ডনে ৪ বার, প্যারিসে ২ বার, কানাডাতে ৪ বার করে পৌঁছেছে।
সবশেষে বলবো যারা নতুন উদ্যোক্তা হতে যাচ্ছেন বা হয়েছেন তারা ব্যবসা শুরু করার আগে সার্চ দিয়ে ই - কমার্স ও অনলাইনে ব্যবসার বেসিক জেনে নিলে যে কোনো ব্যবসায় সফলতা আনা সম্ভব।