শিরোনাম
◈ চীনের ঋণে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে অগ্রসর হচ্ছে বাংলাদেশ ◈ বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সংস্কার সম্পন্ন করা জরুরি: ইইউ রাষ্ট্রদূত ◈ জাকসু নির্বাচনে কারসাজি, এক দলকে জিতিয়ে আনতে সব মনোযোগ ছিল: শিক্ষক নেটওয়ার্ক ◈ হ্যান্ডশেক না করায় ভারতীয়দের উপর চটলেন পা‌কিস্তা‌নের শোয়েব আখতার ◈ ১৩ দিনে রেমিট্যান্স এলো প্রায় ১৬ হাজার কোটি টাকা ◈ বড় সুখবর ছুটি নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য ◈ ফরিদপুরে মহাসড়কে হঠাৎ বিক্ষোভ, যান চলাচল পুরোপুরি বন্ধ  ◈ নিলামে আরও ৩৫৩ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক ◈ কোনো চাপে নয়, ভারতের অনুরোধে ইলিশ পাঠানো হয়েছে: উপদেষ্টা ◈ বাংলা‌দে‌শের দুই আয়রনম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপে সফল

প্রকাশিত : ২৪ মার্চ, ২০২১, ০৫:৩২ বিকাল
আপডেট : ২৪ মার্চ, ২০২১, ০৫:৩২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পনেরো বছর আগে করা এক লাইনের একটি টুইট বিক্রি হলো ২৪ কোটি টাকায়

দেবদুলাল মুন্না: [২] ২০০৬ সালের ২১ মার্চ টুইটারের জনক ও প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী জ্যাক ডরসির করা ওই টুইটটি কিনেছেন মালয়েশিয়ার ব্রিজ ওরাকল ফার্মের প্রধান নির্বাহী সিনা এসটাভি। খবর, বিবিসি।

[৩] সিনা এসটাভি নিলাম জেতার পর এই টুইটকে বিখ্যাত শিল্পী লিওনার্দো দ্য ভিঞ্চির অমর সৃষ্টি মোনালিসার সঙ্গে তুলনা করেন। তিনি বলেন, ‘আমার ধারণা, মোনালিসার মতোই বহু বছর পর মানুষ এই টুইটের আসল মূল্য অনুধাবন করতে সমর্থ হবে।’

[৪] ডিজিবাংলা জানায়, ‘নন-ফানজিবল টোকেন’ (এনএফটি) হিসেবে এটি বিক্রি করা হয় টুইটটি। এর ক্রেতা হিসেবে জ্যাক ডরসির ডিজিটাল স্বাক্ষর সম্বলিত অসাধারণ একটি ডিজিটাল সনদ পাবেন তিনি। এতে টুইটটি পোস্ট করার সময়, টুইটের কনটেন্ট ইত্যাদির উল্লেখ থাকবে।

[৫] বিবিসি জানিয়েছে, এটিই ছিল জ্যাক ডরসির প্রথম টুইট। এতে তিনি লিখেছিলেন, ‘আমার টুইটার মাত্র তৈরি করছি।’ মূলত দাতব্য কাজে তহবিল সংগ্রহের জন্য এটি নিলামে তোলেন তিনি।

প্রসঙ্গত, ডিজিটাল দুনিয়ায় এনএফটি হচ্ছে বিশ্বে ‘এ ধরনের একটিই আছে’ এমন সম্পদ যা অন্য যে কোনও সম্পদের মতো কেনাবেচা করা যায়। ডিজিটাল টোকেন হওয়ায় এর বাহ্যিক কোনও আকৃতি নেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়