শিরোনাম
◈ আমেরিকানদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছে যেসব দেশ ◈ দুবাইয়ে সম্পত্তির ইস্যুতে এনটিভির মুখোমুখি আসিফ মাহমুদ (ভিডিও) ◈ মানবহীন জেট ড্রোন কিজিলেলমা: সম্পূর্ণ স্বয়ংক্রিয় সমন্বিত ফ্লাইটে নতুন মাইলফলক ◈ লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের সামনে হিন্দুত্ববাদীদের বিক্ষোভে খালিস্তানপন্থীদের বাধা (ভিডিও) ◈ এবার দিনাজপুরে খালেদা জিয়ার আসনে মনোনয়নপত্র নিলেন বিএনপির আরেক নেতা ◈ বিদেশি বন্দরে নাবিকদের পালিয়ে যাওয়ার হিড়িক: হুমকির মুখে বাংলাদেশের মেরিন সেক্টর (ভিডিও) ◈ সিরাজগঞ্জে প্রকাশ্য কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা ◈ দে‌শে ফি‌রে‌ মোস্তা‌ফিজ বল‌লেন, বিদেশি লিগে আরও বাংলাদেশি ক্রিকেটার প্রয়োজন ◈ ক্ষমতা ও প্রতিপত্তির লো‌ভে নিজ দল ছেড়ে এমপি হওয়ার মরিয়া চেষ্টা কতটা নৈতিক?  ◈ ঘন কুয়াশার কারণে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা

প্রকাশিত : ২৪ মার্চ, ২০২১, ০৩:৪৪ দুপুর
আপডেট : ২৪ মার্চ, ২০২১, ০৩:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজধানীর দক্ষিণখানে ব্যবসায়ীকে গুলি করে হত্যা, স্থানীয় আ.লীগ নেতা জাপানি হান্নানসহ গ্রেপ্তার ৭

মাসুদ আলম: [২] বুধবার দুপুরে আইনুসবাগে প্রকাশ্যে ব্যবসায়ী আবদুর রশিদকে (৩৫) হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ আমিনুল ইসলাম হান্নান ওরফে জাপানি হান্নান, তার ছেলে, ভাই ও চার সহযোগিকে আটক করেছে। আধিপত্য ও পূর্ব শত্রুতার জেরধরে এ ঘটনা ঘটে।

[৩] স্থানীয়রা জানান, আবদুর রশিদ আশকোনা ডিলার বাড়ির আবদুল মালেকের ছেলে। তিনি রড-সিমেন্টের ব্যবসা করতেন। হান্নানের বাড়ির সামনে সোমবার ও মঙ্গলবার রাতে বাউন্ডারির কাজের জন্য বালু রাখেন রশিদ। এজন্য তার কাছে চাঁদা দাবি করেন হান্নান। বুধবার সকালে রশিদের স্বজনরা বালু কম দেখতে পেয়ে জানতে পারেন, রাতের আধারে জাপানি হান্নান ও তার লোকজন বালু চুরি করে নিয়ে গেছে। এ নিয়ে রশিদের চাচাতো ভাইরা জিজ্ঞাসা করতে গেলে তাদেরকে মারধর করা হয়।

[৪] তারা আরও জানান, রশিদ খবর পেয়ে ঘটনাস্থলে এসে জাপানি হান্নানকে জিজ্ঞাসাবাদ করলে তাদের মধ্যে বাকবিতন্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে হান্নান গুলি করে তাকে হত্যা করেন। এ ঘটনায় বিক্ষুব্ধরা হান্নানের ব্যক্তিগত গাড়ি পুড়িয়ে দেয় ও বাড়িতে হামলা চালায়। হান্নান নিজেকে জাপান- বাংলাদেশ মানবাধিকার সংস্থার সাধারণ সম্পাদক পরিচয় দিয়ে চাঁদাবাজি করতেন। কারো সঙ্গে ঝগড়া হলেই মানুষকে অস্ত্রের ভয় দেখাতেন হান্নান।

[৫] পুলিশের উত্তরা বিভাগের ডিসি মো. শহিদুল্লাহ জানান, ঘটনার পর হান্নানের বাসায় তল্লাশি চালিয়ে একটি শটগান, একটি পিস্তল ও গুরি উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়