শততম জন্মবার্ষিকী
হে পিতা জানাই হাজার সালাম
শততম জন্মদিনে
বাঙালির তরে দিয়েছ স্বদেশ
রক্তের দামে কিনে।
শততম জন্মদিনে হে পিতা
তোমারে করি সালাম
দিয়েছ মোদের স্বাধীন স্বদেশ
অমূল্য যার দাম।
শত বছরের পরাধীন জাতি
ফিরে পেল সম্মান
বাঙালির পাওয়া স্বাধীন স্বদেশ
হে পিতা তোমারই দান।
বাঙালির তরে বাংলাদেশ
ছিল সদা তব যুক্তি
চেয়েছ সদায় স্বাধীন স্বদেশ
বাঙালি জাতির মুক্তি।
মৃত্যুরে কভু করনিকো ভয়
নির্ভয় ছিলে তুমি
গর্ব করেই বলেছ বাঙালি
বাংলা জন্মভূমি।
বাংলার মাঠ সুনীল আকাশ
নদীরে বেসেছ ভালো
বাঙালির তরে মুক্ত জীবন
আঁধারে জ্বেলেছ আলো।
সোনার বাংলা স্বপ্ন দেখেছ
সারাটা জীবন ধরে
উজাড় করিয়া চাহিয়াছ দিতে
চাহনি নিজের তরে।
এতদিন গেল তবু মনে হয়
এইতো যেন সেদিন
মনে পড়ে সদা পিতার কীর্তি
ভুলিনি আজ সে ঋণ।
বাঙালির পাওয়া যত পরিচয়
সকলই তোমারই দান
বিশ্বে পুজিত বাঙালির নেতা
শেখ মুজিবুর রহমান।
পিতার স্মরণে পুনঃ প্রকাশ
জয় বাংলা ✌ জয় বঙ্গবন্ধু।