শিরোনাম
◈ আসন্ন নির্বাচ‌নে বিএনপি ও মিত্রদের আসন ভাগাভাগিতে বিদ্রোহী প্রার্থীর ঝুঁকি কেন? ◈ ভারত সিরিজে রেকর্ড আয় স‌ত্ত্বেও ক্রিকেট অস্ট্রেলিয়ার ঘাটতি ৭ মিলিয়ন ডলার ◈ ১০ দলের বিপিএলের আসর বস‌বে জানুয়া‌রি‌তে ◈ সংসার যদি নাই করবা তাহলে কবুল কেন বললা, সংসারও করতে হবে: হাসনাত আবদুল্লাহ ◈ ১৫ নভেম্বর থেকে মহানগর ও বিশেষায়িত পুলিশ ইউনিটে নতুন পোশাক ◈ নতুন হেড কোচ ‌হিসা‌বে অ‌ভি‌ষেক নায়ার‌কে নিয়োগ দিলো কলকাতা নাইট রাইডার্স ◈ ওমরাহ ভিসার কার্যকারিতা কমিয়ে এক মাস করল সৌদি আরব ◈ ৭ দফা দাবি না মানলে ১ নভেম্বর থেকে ডিম-মুরগি উৎপাদন বন্ধের ঘোষণা দিলো বিপিএ ◈ বোরকা-হিজাব পরায় ঢাবি শিক্ষার্থীর গায়ে থুতু, শারীরিক হেনস্তার অভিযোগ ◈ চীনের নরম কূটনীতি: বাণিজ্য থেকে সংস্কৃতি—বাংলাদেশ এখন কেন্দ্রবিন্দু

প্রকাশিত : ১৫ মার্চ, ২০২১, ১২:২৫ রাত
আপডেট : ১৫ মার্চ, ২০২১, ১২:২৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেরপুরে মুক্তিযুদ্ধের ঘটনায় নির্মিত ‘রাজারবাগ ৭১’ নাটক মঞ্চস্থ

তপু সরকার হারুন: শেরপুরে  স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে স্বাধীনতার মাস, উপলক্ষে  মুক্তিযুদ্ধের ঘটনায় নির্মিত ‘রাজারবাগ ৭১’নাটক মঞ্চস্থ হয়েছে।

১৪ মার্চ রবিবার সন্ধ্যায় জেলা পুলিশের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাংলাদেশ পুলিশ নাট্যদলের প্রযোজনায় ওই নাটকের ৭৮তম মঞ্চায়ন অনুষ্ঠিত হয়।

রাজারবাগ ৭১ নাটকটির পরিকল্পনায় ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বিপিএম (বার)। নাটকটির রচনা ও নির্দেশনায় ছিলেন প্রয়াত মান্নান হীরা। নাটকটির সফল মঞ্চায়নে তথা বিভিন্ন চরিত্রে চমৎকার অভিনয়ে উপস্থিত অতিথিসহ অভিভূত ও একাত্তরের যুদ্ধকালীন দুঃসময়ের স্মৃতি চারনে  আবেগাপ্লুত হয়ে পড়েন অনেকেই।

উপস্থিত  থেকে নাটকটি উপভোগ করেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি। পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরীর সভাপতিত্বে দর্শক সারিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার পত্নী ও জেলা পুনাকের সভাপতি কাজী মোনালিসা মারিয়া, জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, ঝিনাইগাতী উপজেলা চেয়ারম্যান এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ বিল্লাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) মাহমুদুল হাসান ফেরদৌস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়া, সাবেক উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরু, জেলা জাসদ সভাপতি মনিরুল ইসলাম লিটন।

সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমির আলী সরকার, জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান নাসরিন রহমান, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শামছুন্নাহার কামাল, প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান, জেলা আইনজীবী সমিতি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা প্রমুখ।

নাটক মঞ্চায়ন শেষে অভিনেতা-অভিনেত্রীদের সাথে ফটোসেশনে মিলিত হন অতিথিরা। ওইসময় সংক্ষিপ্ত শুভেচ্ছা পুরস্কার বিতরণী অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। বিপুল সংখ্যক দর্শক নাটকটি উপভোগ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়