শিরোনাম
◈ সিলেট পৌঁছেছেন তারেক রহমান, এম এ জি উসমানী'র কবর জিয়ারত ◈ সারাদেশে যেসকল নেতাকর্মীকে বহিষ্কার করল বিএনপি ◈ নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদন পেশ: ২০টি গ্রেডে কার বেতন কত বাড়ছে? ◈ সেনাপ্রধানের নির্বাচন নিয়ে নতুন বার্তা ◈ ভারতে বাংলাদেশ না খেললে বিকল্প দল নেবে আইসিসি, বোর্ডসভায় সিদ্ধান্ত ◈ ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের পর এবার নগদ ১ কোটি টাকা দিচ্ছে সরকার ◈ ১ লাখ সেনাসদস্য, উন্নত ইন্টারনেট ও বিদ্যুৎ নিশ্চিতে উদ্যোগ, ভোট গণনায় বিলম্বের আশঙ্কা ◈ ১৮৩ দিন পর হাসপাতাল থেকে বাড়ি ফিরল মাইলস্টোন ট্র্যাজেডির সর্বশেষ শিক্ষার্থী আবিদ ◈ আইনশৃঙ্খলা নিয়ে বৈঠকে প্রধান উপদেষ্টা: এবারের  নির্বাচন ভবিষ্যতের জন্য আদর্শ তৈরি করবে ◈ বাংলাদেশ ক্রিকেট দলকে নিষিদ্ধের আবেদন খারিজ, ‘এটা কী ধরনের আবেদন’ প্রশ্ন দিল্লি হাইকোর্টের

প্রকাশিত : ০৯ মার্চ, ২০২১, ০৩:১৮ রাত
আপডেট : ০৯ মার্চ, ২০২১, ০৩:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পাবলিক বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পরীক্ষা শুরু ১৯ জুন, ১ এপ্রিল থেকে আবেদন

শরীফ শাওন: [২] প্রাথমিক আবেদন গ্রহণ চলবে ১৫ এপ্রিল পর্যন্ত। প্রাথমিক বাছাইয়ে আবেদন যোগ্য প্রার্থীদের মোবাইলে ২৩ এপ্রিল ক্ষুদে বার্তার মাধ্যমে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করা হবে। চূড়ান্ত পরীক্ষায় অংশ নিতে এসকল শিক্ষার্থীরা ২৪ এপ্রিল থেকে ২০ মের মধ্যে আবেদন করতে পারবে।

[৩] সোমবার পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সমন্বয়ে গঠিত কোর কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। গুচ্ছভর্তিতে অংশ নেবে ২৯ পাবলিক বিশ্ববিদ্যালয়।

[৪] বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০১৯ ও ২০২০ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা এ আবেদন করতে পারবে। দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় ইচ্ছুক পরীক্ষার্থীরা এবছর সুযোগ পেলেও আগামী বছর গুচ্ছ পদ্ধতিতে এ সুযোগ থাকবে না।

[৫] আবেদন যোগ্যতা হিসেবে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জিপিএ ৮, বাণিজ্যর সাড়ে ৭ এবং মানবিকের শিক্ষার্থীদের জিপিএ ৭ থাকতে হবে। তবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে পৃথকভাবে ন্যূনতম জিপিএ সাড়ে ৩ করে থাকতে হবে।

[৬] একজন শিক্ষার্থী কমপক্ষে ৫টি কেন্দ্র নির্বাচন করতের পারবেন। তবে ২০১৯ সালের পাস করা শিক্ষার্থীরা বর্তমানে অধ্যয়নরত শিক্ষা প্রতিষ্ঠানকে কেন্দ্র হিসেবে পছন্দ করতে পারবেন না। প্রয়োজনে পছন্দকৃত নির্ধারিত কেন্দ্রের বাইরেও পরীক্ষা দিতে হতে পারে। সকল কেন্দ্রে একযোগে বেলা ১২টায় পরীক্ষা শুরু হবে। আবেদনকারীরা ১ থেকে ১০ জুনের মধ্যে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়