শিরোনাম
◈ লেভেল প্লেয়িং ফিল্ড ভেঙে পড়ার শঙ্কা, প্রশাসনের ভূমিকা নিয়ে জামায়াতের অভিযোগ ◈ নির্বাচনে এনসিপি অংশ নেবে কিনা পুনর্বিবেচনার সময় এসেছে : আসিফ মাহমুদ (ভিডিও) ◈ যে যাই বলুক, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন: ড. ইউনূস ◈ আপিল শুনানিতে কোনো পক্ষপাত করা হয়নি: সিইসি ◈ ইসি থেকে সুখবর পেলেন বিএনপির আবদুল আউয়াল মিন্টু ◈ দেশীয় স্পিনিং শিল্প রক্ষায় সুতা আমদানির শুল্কমুক্ত সুবিধা প্রত্যাহারের উদ্যোগ ◈ ইতালির টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট দল ঘোষণা, অধিনায়ক প্রাক্তন হকি খেলোয়াড় ◈ জামায়াত কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে বিকাশ-এনআইডি নম্বর সংগ্রহ করছেন: অভিযোগ ফখরুলের (ভিডিও) ◈ ২৭ আসনে প্রার্থী ঘোষণা এনসিপির, কোন আসনে কে লড়বেন ◈ সিইসির সঙ্গে বৈঠকে মির্জা ফখরুলের নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দল

প্রকাশিত : ০৯ মার্চ, ২০২১, ০৩:১৮ রাত
আপডেট : ০৯ মার্চ, ২০২১, ০৩:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পাবলিক বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পরীক্ষা শুরু ১৯ জুন, ১ এপ্রিল থেকে আবেদন

শরীফ শাওন: [২] প্রাথমিক আবেদন গ্রহণ চলবে ১৫ এপ্রিল পর্যন্ত। প্রাথমিক বাছাইয়ে আবেদন যোগ্য প্রার্থীদের মোবাইলে ২৩ এপ্রিল ক্ষুদে বার্তার মাধ্যমে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করা হবে। চূড়ান্ত পরীক্ষায় অংশ নিতে এসকল শিক্ষার্থীরা ২৪ এপ্রিল থেকে ২০ মের মধ্যে আবেদন করতে পারবে।

[৩] সোমবার পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সমন্বয়ে গঠিত কোর কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। গুচ্ছভর্তিতে অংশ নেবে ২৯ পাবলিক বিশ্ববিদ্যালয়।

[৪] বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০১৯ ও ২০২০ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা এ আবেদন করতে পারবে। দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় ইচ্ছুক পরীক্ষার্থীরা এবছর সুযোগ পেলেও আগামী বছর গুচ্ছ পদ্ধতিতে এ সুযোগ থাকবে না।

[৫] আবেদন যোগ্যতা হিসেবে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জিপিএ ৮, বাণিজ্যর সাড়ে ৭ এবং মানবিকের শিক্ষার্থীদের জিপিএ ৭ থাকতে হবে। তবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে পৃথকভাবে ন্যূনতম জিপিএ সাড়ে ৩ করে থাকতে হবে।

[৬] একজন শিক্ষার্থী কমপক্ষে ৫টি কেন্দ্র নির্বাচন করতের পারবেন। তবে ২০১৯ সালের পাস করা শিক্ষার্থীরা বর্তমানে অধ্যয়নরত শিক্ষা প্রতিষ্ঠানকে কেন্দ্র হিসেবে পছন্দ করতে পারবেন না। প্রয়োজনে পছন্দকৃত নির্ধারিত কেন্দ্রের বাইরেও পরীক্ষা দিতে হতে পারে। সকল কেন্দ্রে একযোগে বেলা ১২টায় পরীক্ষা শুরু হবে। আবেদনকারীরা ১ থেকে ১০ জুনের মধ্যে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়