লক্ষ্মীপুর প্রতিনিধি: [২] ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবসে লক্ষ্মীপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
[৩] করোনা কালীন নারীর নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব এই প্রতিপাদ্য কে সামনে রেখে জেলা প্রশাসক সম্মেলনে কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ আনোয়ার হোছাইন আকন্দ।
[৪] সভায় মহিলা সংস্থার চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন লিকা বলেন, নারীর নিরাপত্তা ও এগিয়ে যাওয়ায় পুরুষের সহযোগীতা দরকার। নারীদের কেবল ঘরের কাজে আবদ্ধ না রেখে দেশের কল্যাণে দেশের কল্যাণে অংশ গ্রহনের সুযোগ দিতে হবে।
[৫] প্রধান অতিথির বক্তব্য জেলা প্রশাসক মোঃ আনোয়ার হোছাইন আকন্দ বলেন, নারীর অনুপ্রেরণায় পুরুরা সফল হয়। বঙ্গবন্ধুর সফলতায় বঙ্গমাতার সহযোগিতা অস্বীকার করা যায় না।
বাংলাদেশে নারী অগ্রযাত্রায় নারীর অংশগ্রহন আশাব্যঞ্জক।