শিমুল মাহমুদ, মহসীন কবির: [২] নারীরা আজ বন্দি। তারা নিরাপদে চলাফেরা করতে পারেন না। বলতে পারেন না যে, তারা স্বাধীন। আজ শুধু নারী নয়, সমগ্র বাংলাদেশের মানুষ নির্যাতিত। জনগণ তাদের অধিকার থেকে বঞ্চিত হয়েছে।
[৩] আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সোমবার রাজধানীর নয়াপল্টন এলাকায় র্যালি করে জাতীয়তাবাদী মহিলা দল। র্যালি ঘিরে সকাল থেকেই বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তার বলয় গড়ে তোলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
[৪] র্যালির শুরুতে সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালিত হচ্ছে। সুবর্ণজয়ন্তীতে যারা অধিকার আদায়ে আন্দোলন করছেন, সেসব ছাত্রনেতা, লেখক, সাংবাদিকের ওপর নির্মম নির্যাতন চলছে। দুর্ভাগ্য এই জাতির। স্বাধীনতার ৫০ বছর পরও বলতে পারি না, আমরা স্বাধীন।
[৫] মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকার বাক-স্বাধীনতা হরণ করেছে। জনগণের মৌলিক ও গণতান্ত্রিক স্বাধীনতা হরণ করেছে। সুতরাং, তখনই নারীদের অধিকার আদায় ও সংরক্ষণ করা যাবে, যখন সত্যিকার অর্থে বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে।
[৬] তিনি বলেন, আইয়ুব খান উন্নয়নের দশক করেছিল, স্বৈরাচারী শাসকের উন্নয়নের দশক। আর শেখ হাসিনার উন্নয়নের একযুগ আমরা দেখলাম। সেই উন্নয়ন হচ্ছে নারী নির্যাতনের উন্নয়ন। খবরের কাগজের পাতা খুলে শুধু নারী নির্যাতনের খবর ছাড়া আপনারা কিছুই দেখবেন না।
[৭] তিনি বলেন, বর্তমানে উন্নয়নের চাকচিক্যের কথা শুনি। সেই চাকচিক্যের আড়ালে কত নারীর বোবা কণ্ঠ, কখন নারী-শিশুর গোঙ্গানির শব্দ এই আমলে হয়েছে তার হিসেব নেই। কার কথা বলব! মিতুর কথা বলব না তনুর কথা বলব? নাকি খাদিজার কথা বলব! আয়োজক সংগঠনের সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের সঞ্চালনায় সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, মহিলা বিষয়ক সম্পাদক নূরে আরা সাফা প্রমুখ উপস্থিত ছিলেন।