শিরোনাম
◈ এলপিজি আমদানিকারকদের জন্য সহজ হলো ঋণ সুবিধা ◈ জাতিসংঘের সর্বোচ্চ আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যা মামলার শুনানি শুরু ◈ নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা করলেন ট্রাম্প ◈ গণভোট প্রচারণার দায়িত্ব বিএনপির নয়: মির্জা ফখরুল (ভিডিও) ◈ পালিয়ে যাওয়ার পরিকল্পনাও ছিল তাদের, যে কারণে খুন হন বনশ্রীর সেই শিক্ষার্থী ◈ তারেক রহমানের নির্দেশে যেসব ‘বিদ্রোহী’ প্রার্থী সরে দাঁড়ালেন ◈ ফিলিং স্টেশন-দোকানে ঝুলছে ‘গ্যাস নেই’, চরম বিপাকে গ্রাহকরা ◈ ৬৬টি আন্তর্জা‌তিক সংস্থা থেকে যুক্তরাষ্ট সরে যাওয়ার কারণে কতটা ক্ষতিগ্রস্ত হবে বাংলা‌দেশ ◈ বিক্ষোভ ছড়িয়ে ক্ষমতায় আসতে চান ইরানের যে নির্বাসিত নেতা ◈ আগামী নির্বাচনের ফলাফলে সুইং ভোটাররা 'প্রভাবক' হয়ে উঠতে পারেন

প্রকাশিত : ০৮ মার্চ, ২০২১, ০৫:৪৩ সকাল
আপডেট : ০৮ মার্চ, ২০২১, ০৫:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শুটিং স্পটেই মাথা ঘুরে পড়ে গেলেন নায়িকা আইরিন

ইমরুল শাহেদ: শনিবার এই ঘটনাটি ঘটেছে চলচ্চিত্র ও নাটকে বহুল ব্যবহৃত লোকেশন পূবাইলে। ‘হৃদ মাজারে তুমি’ ছবির পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক বলেন, রাস্তার ওপর তার ছবিটির চেইজিংয়ের একটি দৃশ্য চিত্রায়িত হচ্ছিল। শটের এক পর্যায়ে আইরিন পেটে হাত দিয়ে বসে যান। পরিস্থিতি বেগতিক দেখে তাকে নিয়ে উত্তরার একটি হাসপাতালে ছুটেন ইউনিটের লোকজন। কিন্তু রাস্তায় প্রচণ্ড জ্যাম থাকার কারণে ইউনিটের গাড়ি উত্তরা প্রবেশ করতে পারেনি।

সেখান থেকে গাড়ি ঘুরিয়ে তাকে নিয়ে যাওয়া হয় গাজীপুরের একটি হাসপাতালে। সেখানে তাকে স্যালাইন দেওয়া হয় এবং কিছুক্ষণ বিশ্রামের পর তাকে স্যালাইন দেওয়া অবস্থায় আবার লোকেশনে নিয়ে আসা হয়। সেখান থেকে তাকে বাসায় নিয়ে আসা হয়। পরিচালক মোস্তাফিজুর রহমান বাবু জানান, নায়িকার অসুস্থতার কারণে তাকে শুটিং প্যাকআপ করে ঢাকা ফিরে আসতে হয়। প্রশ্ন হচ্ছে, আইরিনের সমস্যা কি হয়েছে জানতে চাওয়া হলে পরিচালক মোস্তাফিজুর রহমান বাবু বলেন, গ্যাস্টিক।

তার যে এই সমস্যা আছে তিনি কখনো কিছু বলেননি। মনে হয় খাবার নিয়ন্ত্রণ করতে করতে এমনটা হয়েছে। যাহোক আইরিন এখন বেশ ভালো আছেন। পান্থ পথে তার বাসার পাশেই বড় বড় দুটি হাসপাতাল আছে। তিনি সেখানে ডাক্তার দেখাচ্ছেন। তিনি বলেন, রোববার তিনি নায়িকাকে দেখতে গিয়েছিলেন। গিয়ে তাকে সম্পূর্ণ সুস্থ অবস্থায় পেয়েছেন। আইরিন তাকে এক দুইদিনের মধ্যে অসমাপ্ত কাজ শেষ করার জন্য শুটিং রাখতেও বলেছেন। কারণ এই ছবির কাজ শেষ করেই তাকে জেসমিন আক্তার নদী পরিচালিত ‘চৈত্র দুপুর’ ছবির কাজে যোগ দিতে হবে। চৈত্র দুপুর ছবির কাজ হতে হতে সেলিম আযম পরিচালিত ‘ফেসবুক’ ছবির কাজে যোগ দেওয়ার কথা রয়েছে। শাপলা মিডিয়া ইন্টারন্যাশনাল প্রস্তাবিত একশ’ ছবির মধ্যে এই তিনটি ছবিতে কাজ করছেন আইরিন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়