শিরোনাম
◈ বাংলাদেশ নারী দলের ক্যাম্পে সুইডেন প্রবাসী ফুটবলার আনিকা রানিয়া সিদ্দিকী  ◈ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের বিস্তর অভিযোগ ◈ ভারতে নিপাহ ভাইরাসের প্রাদুর্ভাব: পাকিস্তানে হাই অ্যালার্ট জারি ◈ ৬ মাসে ২ বিলিয়ন ডলারের বেশি ঋণ পরিশোধ করলো বাংলাদেশ ◈ আগে ঘুস ছিল ১ লাখ, এখন লাগে ১০ লাখ: আজম জে চৌধুরী ◈ পদত্যাগ করলেও মন্ত্রিপাড়ার সরকারি বাসা ছাড়েনি আসিফ ও মাহফুজ ◈ ডিম হামলা, হাতাহাতি, ভাঙচুর; ভোটের মাঠে কথার লড়াই কি সংঘাতে গড়াচ্ছে? ◈ স্ত্রী-সন্তানের লাশের বিনিময়ে আমাকে জামিন দেওয়া হলো: সাদ্দাম (ভিডিও) ◈ চাঁদে আঘাত হানতে পারে বিশাল গ্রহাণু, হতে পারে ভয়াবহ উল্কাবৃষ্টি ◈ তারেক রহমানের পাশে বসা ভাইরাল ভিডিও নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদল সভাপতি

প্রকাশিত : ০৮ মার্চ, ২০২১, ০৬:৪৫ সকাল
আপডেট : ০৮ মার্চ, ২০২১, ০৬:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিরল প্রতিভার অধিকারী মৌলভীবাজারের ‘দেয়ালিকা’

স্বপন দেব: বয়স মাত্র চার এ বয়সেই শিশুটি অনর্গল বলে যেতে পারে ১৯৫টি দেশের নাম। তার সাথে অনায়াসে সেই সব দেশের রাজধানীর নামও বলতে পারে । শুধু এ নিয়েই যে সে সন্তুষ্ট তা কিন্তু নয়। পাশাপাশি দেশ-বিদেশের বিভিন্ন ফল ও সবজির প্রকৃত নাম এমনকি সেগুলোর ইংরেজি নামও বলতে পারে ওই ক্ষুদে শিক্ষার্থী।

বিষ্ময়কর প্রতিভার এই শিশুটির নাম দেয়ালিকা চৌধুরী। এ বছর স্থানীয় একটি স্কুলের নার্সারি বিভাগে ভর্তি হয়েছে। বাবা-মায়ের সঙ্গে বসবাস করছে মৌলভীবাজার চাঁদনী ঘাট এলাকায়। ব্যবসায়ী বাবা দেবাশীষ চৌধুরী ও মা সুম্মিতা দত্ত চিত্রা একজন গৃহিণী।

দেয়ালিকার বাবা-মা জানান, দেয়ালিকা একদম ছোট থেকেই অত্যন্ত শান্ত স্বভাবের। সে যা একবার শুনতে পায় তা সহজেই মনে রাখতে পারে। এ বয়সেই তার সবকিছুতেই জানার আগ্রহ প্রবল। পড়াশুনাতেও তার খুব ঝোঁক। নার্সারিতে ভর্তির হওয়ার আগেই সে তার মায়ের আগ্রহে ইতোমধ্যে একশো পঁচানব্বইটি দেশের নাম একদম মুখস্থ করে নিয়েছে। ঝটপট বলতে পারে এসব দেশের নাম। একইসঙ্গে বলতে পারে এসব দেশের কঠিন কঠিন রাজধানীর নামও।

মা সুম্মিতা দত্ত জানালেন, কিছু সংখ্যক দেশের নাম ও রাজধানীর নাম তিনি নিজেও উচ্চারণ করতে কষ্ট হয়। অথচ তার কন্যা শিশুটিকে একবার বলে দিলে দ্বিতীয়বার আর বলতে হয় না। সে মনে রাখতে পারে। দ্বিতীয়ত দেশ-বিদেশের একাধিক ফল এবং সবজির নামও বলতে পারে দেয়ালিকা। শুধু তাই না, ইংরেজিতে স্পষ্ট ভাষায় সেই সবজির নাম বলতে পারে সে।

শিশু বয়সে তার এমন অস্বাভাবিক প্রতিভায় মা-বাবা দুজনই উচ্ছ্বসিত। তার এ শিশু কন্যার কথা শুনতে প্রতিদিন আত্মীয় স্বজন ছাড়াও পাড়া প্রতিবেশীরা ভিড় করছেন বাড়িতে। মেয়েকে অনেক বড় পর্যায়ে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখছেন দেয়ালিকার বাবা-মা।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়