শিরোনাম
◈ ২০২৬ সালে ভ্রমণের জন্য সেরা ২০ আন্তর্জাতিক গন্তব্য ◈ ১২ জানুয়ারি ঢাকায় আসছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ◈ গণভোটের প্রচারে সরকারের উদ্যোগ: জনগণকে জানাতে সকল বিভাগে বড় আয়োজন ◈ মোস্তাফিজের শেষ ওভারের ম্যাজিকে ঢাকাকে হারিয়ে রংপুরের শ্বাসরুদ্ধকর জয় ◈ মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীর সংখ্যা ১৮৪২, বাতিল ৭২৩ ◈ দক্ষিণ এশিয়ার কৌশলগত পরিবর্তনে কূটনৈতিক উদ্যোগে মার খাচ্ছে ভারত ◈ গুমের পেছনে মূলত ছিল রাজনৈতিক উদ্দেশ্য, চূড়ান্ত প্রতিবেদনে কমিশন ◈ দিল্লিতে বসে থাকা ‘বোন’ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠান: মোদিকে আসাদুদ্দিন ওয়াইসি ◈ ভেনেজুয়েলায় মার্কিন হামলা, এবার ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া ◈ নির্বাচন সামনে রেখে দেশজুড়ে যৌথবাহিনীর অভিযান শুরু

প্রকাশিত : ০৮ মার্চ, ২০২১, ০৬:৪৫ সকাল
আপডেট : ০৮ মার্চ, ২০২১, ০৬:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিরল প্রতিভার অধিকারী মৌলভীবাজারের ‘দেয়ালিকা’

স্বপন দেব: বয়স মাত্র চার এ বয়সেই শিশুটি অনর্গল বলে যেতে পারে ১৯৫টি দেশের নাম। তার সাথে অনায়াসে সেই সব দেশের রাজধানীর নামও বলতে পারে । শুধু এ নিয়েই যে সে সন্তুষ্ট তা কিন্তু নয়। পাশাপাশি দেশ-বিদেশের বিভিন্ন ফল ও সবজির প্রকৃত নাম এমনকি সেগুলোর ইংরেজি নামও বলতে পারে ওই ক্ষুদে শিক্ষার্থী।

বিষ্ময়কর প্রতিভার এই শিশুটির নাম দেয়ালিকা চৌধুরী। এ বছর স্থানীয় একটি স্কুলের নার্সারি বিভাগে ভর্তি হয়েছে। বাবা-মায়ের সঙ্গে বসবাস করছে মৌলভীবাজার চাঁদনী ঘাট এলাকায়। ব্যবসায়ী বাবা দেবাশীষ চৌধুরী ও মা সুম্মিতা দত্ত চিত্রা একজন গৃহিণী।

দেয়ালিকার বাবা-মা জানান, দেয়ালিকা একদম ছোট থেকেই অত্যন্ত শান্ত স্বভাবের। সে যা একবার শুনতে পায় তা সহজেই মনে রাখতে পারে। এ বয়সেই তার সবকিছুতেই জানার আগ্রহ প্রবল। পড়াশুনাতেও তার খুব ঝোঁক। নার্সারিতে ভর্তির হওয়ার আগেই সে তার মায়ের আগ্রহে ইতোমধ্যে একশো পঁচানব্বইটি দেশের নাম একদম মুখস্থ করে নিয়েছে। ঝটপট বলতে পারে এসব দেশের নাম। একইসঙ্গে বলতে পারে এসব দেশের কঠিন কঠিন রাজধানীর নামও।

মা সুম্মিতা দত্ত জানালেন, কিছু সংখ্যক দেশের নাম ও রাজধানীর নাম তিনি নিজেও উচ্চারণ করতে কষ্ট হয়। অথচ তার কন্যা শিশুটিকে একবার বলে দিলে দ্বিতীয়বার আর বলতে হয় না। সে মনে রাখতে পারে। দ্বিতীয়ত দেশ-বিদেশের একাধিক ফল এবং সবজির নামও বলতে পারে দেয়ালিকা। শুধু তাই না, ইংরেজিতে স্পষ্ট ভাষায় সেই সবজির নাম বলতে পারে সে।

শিশু বয়সে তার এমন অস্বাভাবিক প্রতিভায় মা-বাবা দুজনই উচ্ছ্বসিত। তার এ শিশু কন্যার কথা শুনতে প্রতিদিন আত্মীয় স্বজন ছাড়াও পাড়া প্রতিবেশীরা ভিড় করছেন বাড়িতে। মেয়েকে অনেক বড় পর্যায়ে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখছেন দেয়ালিকার বাবা-মা।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়