শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের প্রথম ভিডিও বার্তা, যা বললেন ◈ বিশ্বকাপ বর্জন কর‌বে না পা‌কিস্তান, খেল‌বে না শুধু ভারতের বিরু‌দ্ধে! ◈ ভারত থেকে স‌্যার ডোনাল্ড ব্র্যাডম্যানের ব্যাগি গ্রিন ক‌্যাপ ফেরালো অস্ট্রেলিয়া ◈ কলকাতার আনন্দপুরে মোমো গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড: উদ্ধার একাধিক দেহাংশ, ২০ শ্রমিক নিখোঁজ ◈ রাজশাহী বিভাগে অর্ধেকের বেশি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ: শীর্ষে বগুড়া ও রাজশাহী ◈ বাড়িতে চলছে সংস্কারের কাজ, তবে কি দেশে ফিরছেন সাকিব ◈ বিশ্বকাপ ইস্যুতে অবশেষে নীরবতা ভাঙল বিসিসিআই ◈ প্রবাসীদের হাত ধরে বিদেশি বিনিয়োগ এলে মিলবে নগদ প্রণোদনা ◈ ভারতীয় অর্থনৈতিক অঞ্চল বাদ, মিরসরাইয়ে অস্ত্র বানাবে বাংলাদেশ ◈ বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করল আইসিসি

প্রকাশিত : ০৬ মার্চ, ২০২১, ০৭:৫৩ সকাল
আপডেট : ০৬ মার্চ, ২০২১, ০৭:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাইডেন প্রশাসন অভিবাসনের সুনামি বইয়ে দিয়েছে, বললেন ট্রাম্প

লিহান লিমা: [২] শুক্রবার দেয়া এক বিবৃতিতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সীমান্ত ব্যবস্থাপনা নিয়ে জো বাইডেন প্রশাসনের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, নতুন প্রশাসন অভিবাসীদের সুনামি বইয়ে দিয়েছে। ডেইলি মেইল

[৩] ট্রাম্প আরো বলেন, বর্তমান প্রেসিডেন্ট অপরাধীদের গণহারে প্রবেশ করতে দিচ্ছে, এই অভিবাসীরা দেশে করোনা ছড়িয়ে দিচ্ছে। ট্রাম্প দাবী করেন, ‘অভিবাসন কর্মকর্তারা ও সীমান্ত নিরাপত্তা বাহিনী এই অভিযুক্ত অপরাধীদের সরাতে চাইছেন কিন্তু বাইডেন তা দিচ্ছেন না। আইসিই ও বর্ডার প্যাট্রল বাহিনী বাইডেনকে নিয়ে হাসাহাসি করছে। তারা তাকে এতটুকু সম্মান ও মূল্যায়ন করে না।’

[৪] ট্রাম্পের সমালোচনার প্রতিত্তুরে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন পাসাকি বলেছেন, ‘আমরা সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের কাছ থেকে অভিবাসী নীতি নিয়ে কোনা পরামর্শ নেবো না।’

[৫] এর আগে বুধবার যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্ত থেকে সাড়ে ৪ হাজারের বেশি অভিবাসীকে আটক করা করা হয়। ফেব্রæয়ারিতেই মোট ১ লাখ অভিবাসীকে আটক করা হয়েছে, যাদের মধ্যে বেশিরভাগই শিশু। এই সংখ্যা ২০০৬ সালের পর সর্বোচ্চ।

[৬] বাইডেন সীমান্ত ব্যবস্থাপনা খতিয়ে দেখতে তার জ্যেষ্ঠ পরামর্শককে প্রেরণ করেছেন।

[৭] এদিকে স্থানীয় সময় শুক্রবার বিকেলে নিউইয়র্কের ফিফথ এভিনিউয়ের সামনে প্যারেড করে ট্রাম্পের সমর্থকরা। তারা ট্রাম্প টাওয়ারের সামনে অবস্থান নিয়ে গ্লেগান দেয়। তাদের হাতে ছিলো ‘ট্রাম্প ২০২৪’ লেখা বিশাল পতাকা ও ব্যানার। আর একটি ব্যানারে হাউসের স্পিকার ন্যান্সি পেলোসিকে ‘শয়তান’ বলে মন্তব্য করা হয়।

[৮] শোভাযাত্রার শেষের দিকে টাইমস স্কয়ারের সামনে এসে অ্যান্টিফা ও ব্যাক লাইভস ম্যাটারস বিক্ষোভকারীদের সঙ্গে ট্রাম্প সমর্থকদের সংঘর্ষ হয়। ঘটনাস্থল থেকে ৬জনকে গ্রেপ্তার করে পুলিশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়