লিহান লিমা: [২] শুক্রবার দেয়া এক বিবৃতিতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সীমান্ত ব্যবস্থাপনা নিয়ে জো বাইডেন প্রশাসনের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, নতুন প্রশাসন অভিবাসীদের সুনামি বইয়ে দিয়েছে। ডেইলি মেইল
[৩] ট্রাম্প আরো বলেন, বর্তমান প্রেসিডেন্ট অপরাধীদের গণহারে প্রবেশ করতে দিচ্ছে, এই অভিবাসীরা দেশে করোনা ছড়িয়ে দিচ্ছে। ট্রাম্প দাবী করেন, ‘অভিবাসন কর্মকর্তারা ও সীমান্ত নিরাপত্তা বাহিনী এই অভিযুক্ত অপরাধীদের সরাতে চাইছেন কিন্তু বাইডেন তা দিচ্ছেন না। আইসিই ও বর্ডার প্যাট্রল বাহিনী বাইডেনকে নিয়ে হাসাহাসি করছে। তারা তাকে এতটুকু সম্মান ও মূল্যায়ন করে না।’
[৪] ট্রাম্পের সমালোচনার প্রতিত্তুরে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন পাসাকি বলেছেন, ‘আমরা সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের কাছ থেকে অভিবাসী নীতি নিয়ে কোনা পরামর্শ নেবো না।’
[৫] এর আগে বুধবার যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্ত থেকে সাড়ে ৪ হাজারের বেশি অভিবাসীকে আটক করা করা হয়। ফেব্রæয়ারিতেই মোট ১ লাখ অভিবাসীকে আটক করা হয়েছে, যাদের মধ্যে বেশিরভাগই শিশু। এই সংখ্যা ২০০৬ সালের পর সর্বোচ্চ।
[৬] বাইডেন সীমান্ত ব্যবস্থাপনা খতিয়ে দেখতে তার জ্যেষ্ঠ পরামর্শককে প্রেরণ করেছেন।
[৭] এদিকে স্থানীয় সময় শুক্রবার বিকেলে নিউইয়র্কের ফিফথ এভিনিউয়ের সামনে প্যারেড করে ট্রাম্পের সমর্থকরা। তারা ট্রাম্প টাওয়ারের সামনে অবস্থান নিয়ে গ্লেগান দেয়। তাদের হাতে ছিলো ‘ট্রাম্প ২০২৪’ লেখা বিশাল পতাকা ও ব্যানার। আর একটি ব্যানারে হাউসের স্পিকার ন্যান্সি পেলোসিকে ‘শয়তান’ বলে মন্তব্য করা হয়।
[৮] শোভাযাত্রার শেষের দিকে টাইমস স্কয়ারের সামনে এসে অ্যান্টিফা ও ব্যাক লাইভস ম্যাটারস বিক্ষোভকারীদের সঙ্গে ট্রাম্প সমর্থকদের সংঘর্ষ হয়। ঘটনাস্থল থেকে ৬জনকে গ্রেপ্তার করে পুলিশ।