শিরোনাম
◈ জনসভা ছাড়িয়ে নিউজফিড: কেন সামাজিক মাধ্যমই এবারের নির্বাচনের মূল ময়দান ◈ উত্তরবঙ্গকে কৃষিভিত্তিক শিল্পের রাজধানী বানাতে চাই, বেকারত্ব দূর করবো: ডা. শফিকুর রহমান ◈ বিএনপি চাইলে ঢাকা শহরে জামায়াতের কোনো প্রার্থীই রাস্তায় নামতে পারবে না: ইশরাক হোসেন ◈ সংসদ নির্বাচন এবং গণভোটের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ইসির ◈ এক সপ্তাহে যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতার ২৭৮, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার ◈ নতুন পে-স্কেল, রাজস্ব ঘাটতি ও উচ্চ মূল্যস্ফীতি: পরবর্তী সরকার আর্থিক চাপে পড়বে ◈ আগামী ১২ ফেব্রুয়ারির ভোট ভবিষ্যৎ নির্বাচনের মানদণ্ড স্থাপন করবে: মার্কিন রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা ◈ আইসিসিকে ফের চিঠি বিসিবির, নিরপেক্ষ কমিটিতে দাবি পাঠানোর অনু‌রোধ ◈ বিএনপির বিদ্রোহী প্রার্থী নিয়ে দুশ্চিন্তায় জোট শরিকরা ◈ পিনাকী ভট্টাচার্যের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ

প্রকাশিত : ০৬ মার্চ, ২০২১, ০৫:৩৯ সকাল
আপডেট : ০৬ মার্চ, ২০২১, ০৫:৩৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশের সংবিধানের অন্যতম মূলনীতি হল ধর্ম নিরপেক্ষতা: ধর্ম প্রতিমন্ত্রী 

আবদুল করিম: ধর্ম প্রতিমন্ত্রী মো ফরিদুল হক খান এমপি বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গুলি , স্বাধীন বাংলাদেশের স্থপতি , অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে অর্জিত আমাদের স্বাধীন সার্বভৌম বাংলাদেশ । এ দেশের সংবিধানের অন্যতম মূলনীতি হল ধর্ম নিরপেক্ষতা । তাই সকল ধর্মের মানুষ স্বাধীনভাবে তাঁদের ধর্ম - কর্ম পালন করে থাকেন । ধর্ম নিরপেক্ষতার আদর্শে উদ্ভিাবিত হয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসাম্প্রদায়িক সোনার বাংলা প্রতিপাদ্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন ।

মন্ত্রী বলেন, বিশ্বের মানচিত্রে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল । মাননীয় প্রধানমন্ত্রীর সুদৃঢ় নেতৃত্বে উন্নত বাংলাদেশ প্রতিষ্ঠায় দল - মত - ধর্ম নির্বিশেষে সকলের অংশগ্রহণ আবশ্যক । এদেশের উন্নয়ন অভিযাত্রায় সকল সম্প্রদায়ের পাশাপাশি বৌদ্ধ ধর্মীয় জনগোষ্ঠী গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছে ।

শুক্রবার (৫ মার্চ) বিকেলে লোহাগাড়া উপজেলা কর্মজ্যোতি জিনানন্দ মহাথের’র  জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া উপলক্ষে আয়োজিত শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মো ফরিদুল হক খান বলেন, কর্মজ্যোতি জিনানন্দ মহাথের'র প্রয়াণ সমগ্র বৌদ্ধ সম্প্রদায়ের জন্য এক অপূরণীয় ক্ষতি । এ রকম একজন আত্মত্যাগী এবং মানবতার প্রতিভূ ভিক্ষুর বিদায় বড়ই বেদনাদায়ক। মহামানব গৌতম বুদ্ধের বাণীর ধারক - বাহক ও থেরাস আদর্শের প্রতীক কর্মজ্যোতি জিনানন্দ মহাথের’র অসাম্প্রদায়িক চেতনাসমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে অত্যুজ্জ্বল ভূমিকা রেখেছেন ।

মন্ত্রী আরও বলেন, তিনি গৌতম বুদ্ধের অহিংস বাণীকে ধারণ করে সমাজ সর্মকে আলোকিত করেছেন । তিনি উত্তর বঙ্গোর ক্ষুদ্র নৃগোষ্ঠী । বৌদ্ধ সম্প্রদায়ের আর্থ - সামাজিক উন্নয়নে কাজ কয়েছেন ।

অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বাবু বীর বাহাদুর উশৈসিং এমপি। স্বাগত বক্তব্য রাখেন, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন, চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান, জেলা পুলিশ সুপার এস এম রশিদুল হক, মন্ত্রণালয়ের ধর্ম বিষয়ক সম্পাদক সিরাজুল মোস্তফা, জাফর আলম এমপি, ওয়াসিকা আয়শা খান এমপি, মনোরঞ্জন শীল গোপাল এমপি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়