শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ০৫ মার্চ, ২০২১, ১০:৪৪ দুপুর
আপডেট : ০৫ মার্চ, ২০২১, ১০:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মির্জাপুরে মার্ডার ও ওয়ারেন্ট মামলার ১৯ আসামি গ্রেপ্তার

টাঙ্গাইল প্রতিনিধি: [২] টাঙ্গাইলের মির্জাপুরে থানা পুলিশের অভিযানে ওয়ারেন্ট, মার্ডার ও বিভিন্ন মামলার ১৯ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (০৫ মার্চ) এ তথ্য নিশ্চিত করেছেন থানা পুলিশ।

[৩] থানা পুলিশের ডিউটি অফিসার উপ-পরিদর্শক মো. হাবিবুর রহমান বলেন, থানা পুলিশের অভিযানে সর্বমোট ১৯ আসামীকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে ১৩জন ওয়ারেন্ট মামলার আসামি তারা হলেন, উপজেলার আজগানা গ্রামের নান্নু মিয়ার ছেলে রউফ সিকদার ও তার স্ত্রী মিলন বেগম।

[৪] জামুর্কী গ্রামের সুজন মিয়ার ছেলে সিয়াম, বাইমাইল গ্রামের অনিল মাষ্টারের ছেলে আশু মন্ডল, তাজ মোহন মন্ডলের ছেলে মন মোহন মন্ডল, অষ্টলাল মন্ডলের দুই ছেলে যাদব মন্ডল ও রবিন্দ্র মন্ডল, পরিমল মন্ডলের ছেলে সঞ্জিত মন্ডল, গেতু মন্ডলের ছেলে সাগর মন্ডল, বাবু মন্ডলের মেয়ে তরুনী মন্ডল, হিলড়া গ্রামের মরিন্দ্র দাসের ছেলে মানিক দাস, জামুর্কী গ্রামের মৃত বিনত মিয়ার ছেলে শহিদুল ইসলাম, একই গ্রামের তমেজ মিয়ার ছেলে বাতেন মিয়া, বিভিন্ন মামলার আসামী পাথরঘাটা গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে তারেক ইসলাম, ডোহাতলী গ্রামের সোহরাব মিয়ার ছেলে শাকিল মিয়া, একই গ্রামের মৃত দুলাল মিয়ার ছেলে রনি মিয়া, থলপাড়া গ্রামের মৃত সামান মিয়ার ছেলে শামীম আল মামুন এবং মহেড়া ইউনিয়নের দেওভোগ গ্রামের ৮দিন ধরে নিখোঁজ হওয়া নিহত হযরত মিয়ার ছেলে জাহাঙ্গীর হোসেন ও তার স্ত্রী মনি বেগম।

[৫] এ ব্যাপারে থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. গিয়াস উদ্দিন পিপিএম জানান, টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, সহকারী পুলিশ সুপার মির্জাপুর (সার্কেল) দীপংকর ঘোষ ও থানা অফিসার ইনচার্জ রিজাউল হক দিপু স্যারের নির্দেশে পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্ট, মার্ডারসহ বিভিন্ন মামলার ১৯ আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার দুপুরে তাদেরকে টাঙ্গাইল কোর্টে প্রেরণ করা হয়েছে। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়