শিরোনাম
◈ মোহাম্মদপুরে জোড়া খুন: মা-মেয়ের সুরতহাল প্রতিবেদনে উঠে এলো লোমহর্ষক তথ্য ◈ এভারকেয়ারে নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া, নতুন জটিলতা নেই: চিকিৎসক ◈ জাল দলিল শনাক্তের ৯ কৌশল: জমি কেনায় প্রতারণা এড়ানোর জরুরি নির্দেশনা ◈ যুব হকি বিশ্বকাপের চ্যালেঞ্জার বিভাগে চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন ◈ মানবাধিকারকে বিশ্বাসের একটি অংশ হিসেবে প্রচার করা উচিত: প্রধান উপদেষ্টা ◈ সরকারি-বেসরকারি স্কুলে ভর্তির লটারি ১১ ডিসেম্বর, দেখা যাবে যেভাবে ◈ ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ ◈ বাজারের অবিক্রীত মোবাইল ফোন নিয়ে বিশেষ বার্তা বিটিআরসির ◈ ভারতীয় সেনাবাহিনীর বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ দেবে বাংলাদেশের ৮ মু‌ক্তি‌যোদ্ধা ও ২ সামরিক অ‌ফিসারসহ ২০ জ‌নের প্রতিনিধি দল ◈ উপদেষ্টা পদে থেকে নির্বাচন করা যাবে কি না, স্পষ্ট করলেন ইসি আনোয়ারুল

প্রকাশিত : ০৫ মার্চ, ২০২১, ০৯:৩৪ সকাল
আপডেট : ০৫ মার্চ, ২০২১, ০৯:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিক্ষোভকারীদের হুমকি দিতে মিয়ানমারের সেনা বাহিনী ও পুলিশ সদস্যরা টিকটক ভিডিও বানাচ্ছে

দেবদুলাল মুন্না: [২] ভিডিওতে অস্ত্র হাতে দেখা যাচ্ছে তাদের। তারা বলছে ‘মাথায় গুলি করব’। সহিংসতা ছড়াতে কেন এরকম ভিডিও তৈরি করা হবে এবং টিকটক কেন এসব ছড়াবে সে নিয়ে বিশ্লেষকমহল উদ্বিগ্ন। তবে এমন কিছু ভিডিও এরই মধ্যে সরিয়ে নেওয়া হয়েছে বলে জনিয়েছে টিকটক কর্তৃপক্ষ। শুক্রবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম রয়টার্স।

[৩] ডিজিটাল অধিকার সংস্থা মিয়ানমার আইসিটি ফর ডেভেলপমেন্ট (এমআইডিও) পরিচালক হিটাকে হিটাকে আউং বলেন, তারা এমন প্রায় ৮০০ ভিডিও পেয়েছে যেগুলো সেনা শাসকের সমর্থন সংক্রান্ত। এই ভিডিওগুলো সেনাবাহিনীর তাণ্ডবের সময় আন্দোলনকারীদের উত্তেজিত করেছে। তিনি বলেন, অ্যাপে সেনা বাহিনী ও পুলিশের পোশাক পরা ব্যক্তিদের কয়েকশ’ হুমকির ভিডিও আছে। এটি একটি কৌশল।

[৪] তবে রয়টার্স মিয়ানমারের কোনো সামরিক জান্তার মন্তব্য নেয়নি। সামাজিক যোগাযোগ একটি ভিডিও প্রকাশ পায় যেটি সোশ্যাল মিডিয়ায় গত বুধবার প্রকাশিত হওয়ার পর তোলপাড় তোলে নেটিজনদের কাছে। সেখানে একজন বলছেন, আমি তোমার মুখে গুলি ছুড়ব। আসল বুলেট। ওই ভিডিওতে তিনি বলছেন, আজ সারারাত আমি শহরে ঘুরে বেড়াব। যাকে দেখব তাকেই গুলব করব।

[৫] গত ১ ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের পর থেকেই মিয়ানমারজুড়ে অস্থিরতা বিরাজ করছে। এতে ৫০ বছরেরও বেশি সময় ধরে সামরিক শাসনের অধীনে থাকা দেশটির গণতান্ত্রিক অগ্রযাত্রা রুদ্ধ হয়ে পড়েছে।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়