মহসীন কবির: [২] বৃহস্পতিবার (৪ মার্চ) বেলা ১১টার দিকে গণভবন থেকে ভার্চুয়ালে যুক্তহয়ে ‘বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ এবং গবেষণায় অনুদান পদক’ প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একথা বলেন। ৭১ টিভি
[৩] তিনি বলেন, বাংলাদেশে এগিয়ে যাচ্ছে, বাংলাদেশের অগ্রযাত্রা কেউ দাবায়ে রাখতে পারবে না। রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের পাশাপাশি দেশের দক্ষিণাঞ্চলে আর একটি পারমানবিক বিদ্যুৎ স্থাপন করা হবে। সময় টিভি
[৪] শেখ হাসিনা বলেন, ২১ বছর পর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে দিয়েছে।
[৫] তিনি বলেন, বহুমুখী শিক্ষা ছাড়া দেশ কখনো উন্নত হয় না। সে কারণে সরকার বহুমুখী শিক্ষা ব্যবস্থা চালু করেছে। গবেষণার ফলে আমরা খাদ্য উৎপাদন করতে পেরেছি। অনেক বিদেশি ফল আমাদের দেশে হচ্ছে গবেষণার ফলে। ডিজিটাল বাংলাদেশ গড়ার কারণে বাংলাদেশে করোনাভাইরাস মোকাবেলা করা সম্ভব হয়েছে। চ্যানেল আই