শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ০৪ মার্চ, ২০২১, ০৬:৩৫ সকাল
আপডেট : ০৪ মার্চ, ২০২১, ০৬:৩৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এটাও দেখার বাকি ছিলো : জামায়াতও উদযাপন করে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী!

ডেস্ক রিপোর্ট : একাত্তরের মুক্তিযুদ্ধের বিরোধিতা ও মানবতাবিরোধী অপরাধে জড়িয়ে নিন্দিত জামায়াতে ইসলামী স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে কর্মসূচি শুরু করেছে। জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, স্বাধীনতার ৫০ বছরেও জাতীয় ঐক্য গড়ে উঠেনি। জাতীয় ঐক্য ছাড়া স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা কঠিন। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে জামায়াতের শপথ হবে ‘বিভেদ নয় ঐক্যের’ মাধ্যমে দেশকে গড়ে তোলা।

স্বাধীনতার ৫০ বছর উপলক্ষে জামায়াতের অনলাইন আলোচনায় এসব কথা বলেন শফিকুর রহমান। এতে যোগ দেন দলের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, আ.ন.ম শামসুল ইসলাম, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খানসহ জেষ্ঠ্য নেতারা।

লিখিত বক্তৃতায় জামায়াত আমির স্বাধীন বাংলাদেশের স্থপতি হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানান। তিনি বলেন, জামায়াত স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং অধিকার আদায়ের সংগ্রামে জুলুম-নির্যাতনের শিকার হওয়া সত্ত্বেও রাজপথে প্রতিবাদমুখর থেকেছে। আগামী দিনেও সবাইকে সঙ্গে নিয়ে জামায়াতে ইসলামী দেশ গড়ার রাজনীতি অব্যাহত রাখবে।

তিনি বলেন, সারা দেশে জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্রশিবিরসহ বিরোধী দলের হাজার হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে মাসের পর মাস জেলখানায় আটকে রাখা হয়েছে। বহুসংখ্যক নেতা ও কর্মীকে ক্রসফায়ারে হত্যা করা হয়েছে। শতশত নেতা-কর্মীকে রিমান্ডে নির্যাতন চালিয়ে পঙ্গু করা হয়েছে। গুম করা হয়েছে অসংখ্য নেতাকর্মীকে।

একাত্তরে স্বাধীনতার বিরোধিতা করেছিল জামায়াত। ৫০ বছর পর দলের বর্তমান আমির স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে বলেন, মহান মুক্তিযুদ্ধের অন্যতম লক্ষ্য ছিল গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার, বাক স্বাধীনতা, বেঁচে থাকার অধিকার ও অর্থনৈতিক মুক্তি। কিন্তু তা অর্জিত হয়নি। মৌলিক অধিকার, মানাধিকার, ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। সুবর্ণজয়ন্তীতে শফিকুর রহমানের জামায়াতের দলীয় কর্মসূচি ঘোষণা করেন।

এদিকে চট্টগ্রামেও মাসব্যাপী কর্মসূচি শুরু করেছে জামায়াত। এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে জামায়াত নেতারা বাংলাদেশকে কল্যাণরাষ্ট্র হিসেবে গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেছেন।

মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বুধবার (৩ মার্চ) দুপুরে নগরীর বাকলিয়ায় দারুল আইতাম এতিমখানায় এতিমদের মাঝে খাবার বিতরণ করে দলটি। এসময় নগর জামায়াতের আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মুহাম্মদ শাহজাহানসহ দলটির নেতারা ছিলেন।

অনুষ্ঠানে মুহাম্মদ শাহজাহান বলেন, ‘দেশ যেন আত্মনির্ভরশীল কল্যাণরাষ্ট্র হিসেবে গড়ে উঠতে পারে, সেজন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। স্বাধীন সার্বভৌম সবুজ শ্যামল এই দেশে জন্মগ্রহণ করতে পেরে আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। এই দেশ যেন আত্মনির্ভরশীল কল্যাণরাষ্ট্র হিসেবে গড়ে উঠতে পারে, সেজন্য আল্লাহর কাছে এই দোয়া করছি। স্বাধীনতার জন্য শহিদদের রেখে যাওয়া কাজ আল্লাহ যেন কবুল করেন এবং শহিদদের স্বপ্ন বাস্তবায়নে দেশবাসীকে কাজ করার তৌফিক দান করেন।’

তিনি আরো বলেন, ‘অর্থবহ স্বাধীনতা ও নৈতিক মূল্যবোধে সমৃদ্ধ বাংলাদেশ- এই স্লোগানে উজ্জীবিত হয়ে বাংলাদেশ যেন একটি কল্যাণময় রাষ্ট্র হিসেবে বিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড়াতে পারে, সে লক্ষ্যে জামায়াত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করতে হবে আমাদের সবাইকে।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াতের নগর কমিটির সেক্রেটারি মুহাম্মদ নুরুল আমীন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ ও ফয়সাল মুহাম্মদ ইউনুছ, সাংগঠনিক সেক্রেটারি এম এ আলম চৌধুরী, জামায়াত নেতা সুলতান আহমদ, আহমদুল হক, নুর হোসাইন, ছাত্রনেতা নোমান রশীদ, মুহাম্মদ ফয়সাল ও এরফানুল হক।

জামায়াত ইসলামীর চট্টগ্রাম নগর কমিটির প্রচার সম্পাদক এম আলমের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

প্রসঙ্গত, ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা ও পাকিস্তান বিভক্তির বিরোধিতা করে জামায়াত ইসলামী বাঙালি জাতীয়তাবাদী, বুদ্ধিজীবী ও সংখ্যালঘু সম্প্রদায়কে নিধনযজ্ঞে পাক সেনাবাহিনীকে সহযোগিতা করেছিল বলে সমালোচনা আছে। সেসময় আলবদর বাহিনী গঠন করে নিজেরাও মানবতাবিরোধী অপরাধে জড়িয়ে পড়ার অভিযোগের মুখে থাকা দলটি পঁচাত্তরের পটপরিবর্তনের পর পুনরুজ্জীবিত হয়। তৎকালীন সামরিক সরকারের অনুকম্পা নিয়ে এবং ব্যাপক সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে সারাদেশে ভিত্তি গড়ে তুলে কয়েকটি সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ পান দলটির কয়েকজন নেতা। এমনকি ২০০১ সালে বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারে দু’জন মন্ত্রিত্বও পান।

২০০৮ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচারের উদ্যোগ নিলে দলটি চ্যালেঞ্জের মুখে পড়ে। সহিংস আন্দোলন করেও বিচার ঠেকাতে ব্যর্থ হয়ে কোণঠাসা হয়ে পড়ে জামায়াত। মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দলটির অন্তত সাত জন শীর্ষ নেতা দণ্ডিত হন। এদের মধ্যে সাবেক আমির গোলাম আযমকে (বর্তমানে প্রয়াত) ৯০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। বাকি পাঁচ নেতার ‍মৃত্যুদণ্ড হয়েছে। এরা হলেন- মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, মো. কামারুজ্জামান, আব্দুল কাদের মোল্লা ও মীর কাশেম আলী। আরেক নেতা দেলাওয়ার হোসাইন সাঈদী আমৃত্যু কারাদণ্ড ভোগ করছেন।

নব্বইয়ের দশকের মাঝামাঝিতে শহিদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে এবং ২০১৩ সালের ফেব্রুয়ারিতে সারাদেশে গণজাগরণ মঞ্চের মাধ্যমে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে ব্যাপক আন্দোলন গড়ে উঠেছিল। একাত্তরের কৃতকর্মের জন্য জামায়াতের ক্ষমা চাওয়ার দাবিও জোরালো হয়। তবে জামায়াত এখনও মানবতাবিরোধী অপরাধের দায় স্বীকার করে ক্ষমা চায়নি।
সূত্র-পিপিবিডি.কম

  • সর্বশেষ
  • জনপ্রিয়