শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ০৩ মার্চ, ২০২১, ০৮:২৩ সকাল
আপডেট : ০৩ মার্চ, ২০২১, ০৮:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ব্রাহ্মণবাড়িয়ায় র‍্যাবের অভিযানে পিকআপে মিলল ৩৬ কেজি গাজা জব্দ

তৌহিদুর রহমান: [২] ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ৩৬ কেজি গাঁজাসহ একটি পিকআপ জব্দ করেছে র‍‌্যাব -১৪ সদস্যরা । মঙ্গলবার রাতে ঢাকা-সিলেট মহাসড়কের সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজা এলাকায় এসব জব্দ করা হয়।

[৩] এ সময় দুই মাদক পাচারকারীকে আটক করে র‌্যাব। আটকরা হলেন- জেলার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগর গ্রামের মৃত আ. খালেক মিয়ার ছেলে মো. কালু মিয়া (২৫) ও কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার মৃত শামসু মিয়ার ছেলে মো. নিরব মিয়া (১৮)।

[৪] মঙ্গলবার রাতে র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

[৫] এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোলপ্লাজা এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাব। অভিযানকালে ঢাকা-সিলেট মহাসড়কের ঢাকাগামী লেনের উপর একটি পিকআপ আটক করে তল্লাশি করা হয়। তল্লাশিকালে পিকআপ থেকে ৩৬ কেজি গাঁজা জব্দ করা হয়। এসময় দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

[৬] আটক মাদক ব্যবসায়ীরা জিজ্ঞাসাবাদে জানান, তারা দীর্ঘদিন যাবত ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা থেকে চোরাচালানের মাধ্যমে গাঁজা দেশের অভ্যন্তরে নিয়ে যেতেন। এই গাঁজার চালানটি রাজধানীতে বিক্রয়ের জন্য নিয়ে যাচ্ছে বলে আটকরা স্বীকার করেন। উদ্ধার মাদকদ্রব্য এবং গ্রেফতারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়