গাজী নাসিরউদ্দিন আহমেদ: সরকার বদলের আন্দোলনের চেয়ে স্বাধীন বিচার বিভাগ ও পেশাদার পুলিশ বাহিনী গড়ার আন্দোলনটা বেশি জরুরি। আমাদের দেশে এখন আর রাজনৈতিক আন্দোলন নেই বললেই চলে। ক্ষুদ্র রাজনৈতিক দলগুলো মূলত সিভিল সোসাইটির মতোই আচরণ করে। যেমন ধরেন, সিপিবি, গণসংহতি, নূর অ্যান্ড গং প্রমুখেরা। সরাসরি ধর্মীয় রাজনীতি যারা করে তাদের এসব নিয়ে মাথাব্যথা নেই। সিভিল সোসাইটিধর্মী রাজনীতিকরা যেহেতু সরকার বদলাতে পারবে না সেহেতু তারা সেই চেষ্টা না করে সংস্কার আন্দোলন করতে পারে। তাতে দেশেরও লাভ হয় সংগঠন হিসেবে তাদের ব্যাপ্তিও বাড়ে। একদিন বড় সংগঠন হয়ে জনগণের কাছে তারাও ভোট চাইতে পারবে।
আমি কিন্তু সিরিয়াসলিই এটা মনে করি। সরকারবিরোধী আন্দোলন করে এদের লাভটা কী? ভোট একদম সুষ্ঠু হলেও তো হয় আওয়ামী লীগ নয়তো বিএনপিই ক্ষমতায় আসবে। তাদেরই জিজ্ঞেস করুন, বিএনপি এলে কি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের পিতা-মাতারা বসে থাকবেন? নাকি তারা ঝাড়ে বংশে বিনাশ হবে? ফেসবুক থেকে