শিরোনাম
◈ ইরানের ক্ষমতা পেলে ইসরায়েলকে স্বীকৃতি ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সুসম্পর্কের ঘোষণা রেজা পাহলভির ◈ আমেরিকা নতুন ভিসা নীতি ঘোষণা: বিশ্বকাপে নামতে পারবে ব্রা‌জিল, কল‌ম্বিয়া ও  মিশর ◈ পোস্টাল ব্যালটে ভোটের জন্য দেশ ও প্রবাসী ১৫ লাখ ভোটারের নিবন্ধন ◈ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার দীর্ঘ যানজট, ভোগান্তিতে যাত্রীরা ◈ টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে অচলাবস্থা, বাংলাদেশে আসছে আইসিসির প্রতিনিধি দল ◈ সেতু থেকে ১৬ মাসের সন্তানকে ফেলে দিয়ে থানায় মায়ের আত্মসমর্পণ ◈ কঠোর হুঁশিয়ারি ভারতের সেনাপ্রধানের, নিচ্ছে যুদ্ধের জন্য প্রস্তুতি ◈ কুমিল্লা-৬ সংসদীয় আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার,দিলেন নির্বাচন পরিচালনার দায়িত্ব ◈ বাংলাদেশের ত্রয়োদশ সংসদ নির্বাচনের হাজারো পোস্টাল ব্যালট পেপার যুক্তরাষ্ট্রের গুদামে ◈ চূড়ান্ত হলো নবম পে স্কেলের গ্রেড সংখ্যা

প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি, ২০২১, ১০:০৩ দুপুর
আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০২১, ১০:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বগুড়া র‌্যাবের অভিযানে ৭৫০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

স্বজল কুমার: [২] র‌্যাব তার প্রতিষ্ঠা লগ্ন হতেই খুন, অপহরণ, জঙ্গীদমন, ছিনতাই, চাঁদাবাজ, চুরি, অবৈধ মাদক ব্যবসা ও চোরাচালানসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করাসহ দূস্কৃতিকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে অপরাধ নির্মূলে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে আসছে এবং র‌্যাব-১২ এর সিপিএসসি, বগুড়া ক্যাম্পের আওতাধীন এলাকাগুলিতে ব্যাপকভাবে সফলতা অর্জন করেছে। গোয়েন্দা নজরদারী বৃদ্ধিসহ সার্বক্ষনিক অভিযান পরিচালনা করে র‌্যাব ইতিমধ্যে জনগনের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।

[৩] র‌্যাব-১২, বগুড়া ক্যাম্পের একটি আভিযানিক দল অদ্য ২৮ ফেব্রুয়ারি ২০২১ ইং তারিখ সকাল ০৯.০০ ঘটিকার সময় বগুড়া জেলার সদর থানাধীন পুরান বগুড়া হিন্দুপাড়াস্থ্য শাহাদত হোসেন প্রোঃ সাগর ডেকোরেটরের দোতলা পাকা বাড়ীর উত্তর ব্লকের পশ্চিম দুয়ারী পূর্ব ঘরের নীচতলায় অভিযান পরিচালনা করে অভিনব কায়দায় ইয়াবা ব্যবসায়ী মোঃ ইসমাইল হোসেন (৪২), পিতা- মৃত শামসুল হক, অ/চ-সাং-বাড়ী নং-ই/৭ চক লোকমান, থানা-বগুড়া সদর ও জেলা-বগুড়া, স্থায়ী ঠিকানাঃ সাং-খাগড়াবন, থানা-পার্বতীপুর, জেলা-দিনাজপুর’কে মোট ৭৫০০ (সাত হাজার পাঁচশত) পিস ইয়াবা ট্যাবলেট, ০২টি মোবাইল ০৬ টি সীমকার্ড এবং ২০০০/- (দুই হাজার) টাকাসহ গ্রেফতার করে।

[৪] উল্লেখ্য অদ্য বগুড়া জেলায় পৌর নির্বাচন থাকায় সকল আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী ব্যস্ত থাকার সুযোগে সে নিরবে মাদক ব্যবসা করে যাবে বলে মনে করেছে কিন্তু তার সকল প্রচেষ্টা ব্যার্থ করে দিয়ে র‌্যাব-১২, বগুড়া তাদের গোয়েন্দা নজরদারী তথা আভিযানিক সাফল্যের আর একটি উজ্জল দৃষ্টান্ত। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট এর বড় বড় চালান সমগ্র বাংলাদেশে সরবরাহ করে আসছিল মর্মে জানা যায়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া জেলার সদর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।

[৫] র‌্যাবের এ ধরনের মাদক বিরোধী আভিযানিক কার্যক্রম চলমান থাকবে এবং ভবিষ্যতে আরো জোরদার করা হবে। আইন শৃংখলা বাহিনীর এ ধরনের তৎপরতা বাংলাদেশকে একটি অপরাধমুক্ত দেশ হিসাবে গড়ে তুলতে পারবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়