শিরোনাম

প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি, ২০২১, ০৩:৪৪ রাত
আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০২১, ০৩:৪৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আন্দামান সাগরে ভাসমান ৮১ রোহিঙ্গাকে আশ্রয় দিতে বাধ্য নয় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

মহসীন কবির: [২] পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, তাদের এখানকার অবস্থান থেকে সবচেয়ে কাছের দেশ ভারত কিংবা তাদের নিজেদের দেশ মিয়ানমার তাদের আশ্রয় দিক। শনিবার তিনি একথা বলেন। ডিবিসি টিভি

[৩] তিনি বলেন, তারা বাংলাদেশের নাগরিক নয়, তারা মিয়ানমারের নাগরিক। তাদের শনাক্ত করা হয়েছে বাংলাদেশের জলসীমা থেকে ১৭ শ কিলোমিটার দূরে। এ কারণে তাদের গ্রহণ করার কোনো বাধ্যবাধকতা আমাদের নেই।তারা ভারতীয় সীমানার ১৪৭ কিলোমিটার এবং মিয়ানমারের সীমানার ৩২৪ কিলোমিটার দূরে অবস্থান করছে। বার্তা সংস্থা রয়টার্স ও বিডিনিউজ২৪

[৪] গত দুই সপ্তাহ ধরে আন্দামান সাগরে একটি জেলে নৌকায় ৮১ জন রোহিঙ্গার ভেসে থাকার তথ্য বিভিন্ন মানবাধিকার সংস্থার বরাতে জানাচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। সেখানে আটজন রোহিঙ্গার লাশও রয়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, শরণার্থীদের অধিকার ও তাদের রক্ষায় রাষ্ট্রীয় উদ্যোগের বিষয়ে ১৯৫১ সালের শরণার্থী কনভেনশনে স্বাক্ষর করেনি ভারত। শরণার্থীদের অধিকার নিয়ে ভারতে কোনো আইনও নেই। তারপরও কিছু রোহিঙ্গাসহ প্রায় দুই লাখ শরণার্থী দেশটিতে আশ্রয় নিয়ে রয়েছে।

[৫] ২০১৭ সালে মিয়ানমারের রাখাইনে সে দেশের সেনাবাহিনীর অভিযানের মধ্য বাংলাদেশে পালিয়ে আসে প্রায় সাড়ে সাত লাখ রোহিঙ্গা। তার আগে থেকে আরও চার লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে আসছিল বাংলাদেশ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়