শিরোনাম
◈ এলডিসি থেকে উত্তরণ: আরও তিন বছরের সময় চাইছে বাংলাদেশ ◈ জাপানে জনশক্তি রপ্তানি নিয়ে গুরুত্বপূর্ণ যেসব সিদ্ধান্ত নিল অন্তর্বর্তী সরকার ◈ ১৭ বিয়ের ঘটনায় মামলা, সেই বন কর্মকর্তা বরখাস্ত ◈ বিএনপি নেতাকে না পেয়ে স্ত্রীকে কু.পিয়ে হ.ত্যা ◈ বাংলা‌দেশ হারা‌লো আফগানিস্তানকে, তা‌কি‌য়ে রই‌লো শ্রীলঙ্কার দিকে  ◈ রোজার আগে নির্বাচন দিয়ে পুরোনো কাজে ফিরবেন প্রধান উপদেষ্টা ◈ ঋণের চাপে আত্মহত্যা, ঋণ করেই চল্লিশা : যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ একযোগে এনবিআরের ৫৫৫ কর্মকর্তাকে বদলি ◈ আবারও রেকর্ড গড়ল স্বর্ণের দাম, ভরিতে বেড়েছে ৩ হাজার ৬৭৫ টাকা ◈ ভারতের নেপাল নীতিতে 'রিসেট বাটন' চাপলেন মোদি, শিক্ষা বাংলাদেশের কাছ থেকে

প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি, ২০২১, ১০:১২ দুপুর
আপডেট : ২৭ ফেব্রুয়ারি, ২০২১, ১০:১২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লোহার বদলে রাবারের স্পাইক জুতা পড়ে খেলার পরামর্শ আজহারউদ্দিনের

স্পোর্টস ডেস্ক: [২] আহমেদাবাদে ভারত ও ইংল্যান্ডের মধ্যকার সিরিজের তৃতীয় টেস্টে ১০ উইকেটের ঐতিহাসিক জয় পেয়েছে ভারত। একই সঙ্গে ৫ দিনের টেস্ট ম্যাচটি শেষ হয়েছে মাত্র ২ দিনে। স্পিন উইকেটে দুই দলের ব্যাটসম্যানরাই হয়েছেন ব্যর্থ। তাইতো টার্নিং পিচে তাদের সাফল্যের পথ বাতলে দিয়েছেন ভারতের সাবেক ক্রিকেটার মোহাম্মদ আজহারউদ্দিন। লোহার স্পাইক জুতার বদলে রাবারের স্পাইক সম্বলিত জুতা পড়ে খেলার পরামর্শ ভারতের সাবেক এই ব্যাটসম্যানের।

[৩] নরেন্দ্র মোদি স্টেডিয়ামের পিচ প্রথম দিন থেকেই ভাঙতে শুরু করে, স্পিনাররা পেতে থাকেন বড় বড় টার্ন। স্পিন স্বর্গ রাজ্যে দুই দলের সেরা সেরা ব্যাটসম্যানদের বেশ বেগ পেতে দেখা গেছে। ইংল্যান্ড নিজেদের দুই ইনিংসে অলআউট হয়েছে ১১২ এবং ৮১ রানে, ভারত প্রথম ইনিংসে থেমেছে মাত্র ১৪৫ রানে। ম্যাচের চার ইনিংস মিলিয়ে মাত্র দুই ব্যাটসম্যান হাফ সেঞ্চুরি করতে পেরেছেন।

[৪] ইংল্যান্ডের হয়ে জ্যাক ক্রলি এবং ভারতের হয়ে করেছেন রোহিত শর্মা। উইকেট যত কঠিনই হোক না কেন, ব্যাটসম্যানদের এমন ব্যর্থতা মেনে নিতে পারছেন না আজহারউদ্দিন। তার মতে, শুধুমাত্র পিচের দোষ দিয়েই পার পেতে পারবেন না ব্যাটসম্যানরা। নিজেদের বুদ্ধি খাটিয়ে, জুতা বদলে এই ধরণের পিচে ব্যাট করার পরামর্শ ভারতের হয়ে ৯৯ টেস্ট খেলা এই ব্যাটসম্যানের।

[৫] নিজের টুইটারে এ প্রসঙ্গে তিনি লেখেন আহমেদাবাদ টেস্টে ব্যাটসম্যানদের ব্যর্থতা দেখে হতাশ। এই ধরনের খটখটে পিচে যেখানে বল ঘোরে, সেখানে সাফল্য পাওয়ার রাস্তা হল শট নির্বাচন এবং পায়ের ব্যবহার। এমন পিচে ব্যাটসম্যানরা স্পাইক লাগানো বুট পরে কেন ব্যাট করতে নামছে, তা দেখেই অবাক হয়েছি। এ ক্ষেত্রে রাবার সোলের জুতো পরে ব্যাট করলে ক্রিকেটারদের সমস্যা হয় না।

[৬] তিনি আরো বলেন, ভারতীয়দের মধ্যে এভাবে (রাবার সোলের জুতা পরে) সাফল্য পাওয়া ব্যাটসম্যানদের মধ্যে রয়েছেন সুনিল গাভাস্কার, মহিন্দর অমরনাথ, দিলীপ ভেংসরকাররা। সফররত ক্রিকেটারদের মধ্যে অতীতে সফল হতে দেখেছি স্যর ভিভিয়ান রিচার্ডস, মাইক গ্যাটিং, অ্যালান বর্ডার, ক্লাইভ লয়েডসহ আরও অনেককে।

[৭] সাধারণ লোহার স্পাইক পড়ে ক্রিকেটারদের খেলার প্রধান কারণ হলো যাতে পা পিছলে না যায়। এছাড়া তাদের দৌড়াতেও যেন সুবিধা হয়। যদি ব্যাটসম্যানরা লোহার স্পাইক না পড়ে খেলেন তাদের অসুবিধা হবে। আজহারউদ্দিন এর উদাহরণ হিসেবে দিয়েছেন উইলম্বডনে টেনিসের কথা। যেখানে টেনিস খেলোয়াডরা রাবার স্পাইক পরে খেলেন।

[৮] এ প্রসঙ্গে আজহাউদ্দিন বলেন, কঠিন পিচে রাবারের সোলের জুতো পরে অনেক ব্যাটসম্যানকেই আমি দুর্দান্ত সাফল্য পেতে দেখেছি। তর্কের খাতিরে অনেকে বলতেই পারেন, এ ক্ষেত্রে রান নেওয়ার সময় পা পিছলে পড়ে যেতে পারে ব্যাটসম্যানরা। এর উত্তরে বলতে পারি, উইম্বলডনে সব টেনিস খেলোয়াড় কিন্তু রাবারের সোলের জুতো পরেই খেলেন। - ক্রিকফ্রেঞ্জি/ ফেসবুক

  • সর্বশেষ
  • জনপ্রিয়