শিরোনাম
◈ ৩০ জুলাইয়ের মধ্যে একটি যৌক্তিক জায়গায় পৌঁছাতে চায় কমিশন :  অধ্যাপক আলী রীয়াজ  ◈ বাংলাদেশিদের ভিসা জটিলতা বাড়ছে: শিক্ষার্থী, চিকিৎসক ও ভ্রমণকারীদের ভোগান্তি চরমে! ◈ পাকিস্তানি অভিনেত্রী হুমাইরার ময়নাতদন্তে ভয়ঙ্কর সব তথ্য ◈ অর্থের বিনিময়ে ৬ বছরের শিশুকে বিয়ে: তালেবান প্রশাসনের হস্তক্ষেপে আপাতত রক্ষা! ◈ আবারও মে‌সির জোড়া গোলে ইন্টার মায়ামির জয় ◈ এখন থেকে আর জাতীয় রাজস্ব বোর্ড নাম থাকবে না: জ্বালানি উপদেষ্টা ◈ ‘তুমি কেন ফুয়েল কেটে দিলে?’ ভারতীয় বিমান বিধ্বস্তের আগে পাইলটদের শেষ ককপিট ভয়েস রেকর্ডিং ◈ দক্ষিণ কোরিয়া প্রবাসীদের জন্য সুখবর: মৃত্যু হলে লাশ দেশে পাঠাবে সরকার, ক্ষতিপূরণ মিলবে বীমার আওতায় (ভিডিও) ◈ বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে যাচ্ছে ভারত: পিউ রিসার্চ ◈ বেপরোয়া বিএনপির অভ্যন্তরীণ সংঘাতে ছয় মাসে নিহত ৪৩

প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি, ২০২১, ১০:১২ দুপুর
আপডেট : ২৭ ফেব্রুয়ারি, ২০২১, ১০:১২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লোহার বদলে রাবারের স্পাইক জুতা পড়ে খেলার পরামর্শ আজহারউদ্দিনের

স্পোর্টস ডেস্ক: [২] আহমেদাবাদে ভারত ও ইংল্যান্ডের মধ্যকার সিরিজের তৃতীয় টেস্টে ১০ উইকেটের ঐতিহাসিক জয় পেয়েছে ভারত। একই সঙ্গে ৫ দিনের টেস্ট ম্যাচটি শেষ হয়েছে মাত্র ২ দিনে। স্পিন উইকেটে দুই দলের ব্যাটসম্যানরাই হয়েছেন ব্যর্থ। তাইতো টার্নিং পিচে তাদের সাফল্যের পথ বাতলে দিয়েছেন ভারতের সাবেক ক্রিকেটার মোহাম্মদ আজহারউদ্দিন। লোহার স্পাইক জুতার বদলে রাবারের স্পাইক সম্বলিত জুতা পড়ে খেলার পরামর্শ ভারতের সাবেক এই ব্যাটসম্যানের।

[৩] নরেন্দ্র মোদি স্টেডিয়ামের পিচ প্রথম দিন থেকেই ভাঙতে শুরু করে, স্পিনাররা পেতে থাকেন বড় বড় টার্ন। স্পিন স্বর্গ রাজ্যে দুই দলের সেরা সেরা ব্যাটসম্যানদের বেশ বেগ পেতে দেখা গেছে। ইংল্যান্ড নিজেদের দুই ইনিংসে অলআউট হয়েছে ১১২ এবং ৮১ রানে, ভারত প্রথম ইনিংসে থেমেছে মাত্র ১৪৫ রানে। ম্যাচের চার ইনিংস মিলিয়ে মাত্র দুই ব্যাটসম্যান হাফ সেঞ্চুরি করতে পেরেছেন।

[৪] ইংল্যান্ডের হয়ে জ্যাক ক্রলি এবং ভারতের হয়ে করেছেন রোহিত শর্মা। উইকেট যত কঠিনই হোক না কেন, ব্যাটসম্যানদের এমন ব্যর্থতা মেনে নিতে পারছেন না আজহারউদ্দিন। তার মতে, শুধুমাত্র পিচের দোষ দিয়েই পার পেতে পারবেন না ব্যাটসম্যানরা। নিজেদের বুদ্ধি খাটিয়ে, জুতা বদলে এই ধরণের পিচে ব্যাট করার পরামর্শ ভারতের হয়ে ৯৯ টেস্ট খেলা এই ব্যাটসম্যানের।

[৫] নিজের টুইটারে এ প্রসঙ্গে তিনি লেখেন আহমেদাবাদ টেস্টে ব্যাটসম্যানদের ব্যর্থতা দেখে হতাশ। এই ধরনের খটখটে পিচে যেখানে বল ঘোরে, সেখানে সাফল্য পাওয়ার রাস্তা হল শট নির্বাচন এবং পায়ের ব্যবহার। এমন পিচে ব্যাটসম্যানরা স্পাইক লাগানো বুট পরে কেন ব্যাট করতে নামছে, তা দেখেই অবাক হয়েছি। এ ক্ষেত্রে রাবার সোলের জুতো পরে ব্যাট করলে ক্রিকেটারদের সমস্যা হয় না।

[৬] তিনি আরো বলেন, ভারতীয়দের মধ্যে এভাবে (রাবার সোলের জুতা পরে) সাফল্য পাওয়া ব্যাটসম্যানদের মধ্যে রয়েছেন সুনিল গাভাস্কার, মহিন্দর অমরনাথ, দিলীপ ভেংসরকাররা। সফররত ক্রিকেটারদের মধ্যে অতীতে সফল হতে দেখেছি স্যর ভিভিয়ান রিচার্ডস, মাইক গ্যাটিং, অ্যালান বর্ডার, ক্লাইভ লয়েডসহ আরও অনেককে।

[৭] সাধারণ লোহার স্পাইক পড়ে ক্রিকেটারদের খেলার প্রধান কারণ হলো যাতে পা পিছলে না যায়। এছাড়া তাদের দৌড়াতেও যেন সুবিধা হয়। যদি ব্যাটসম্যানরা লোহার স্পাইক না পড়ে খেলেন তাদের অসুবিধা হবে। আজহারউদ্দিন এর উদাহরণ হিসেবে দিয়েছেন উইলম্বডনে টেনিসের কথা। যেখানে টেনিস খেলোয়াডরা রাবার স্পাইক পরে খেলেন।

[৮] এ প্রসঙ্গে আজহাউদ্দিন বলেন, কঠিন পিচে রাবারের সোলের জুতো পরে অনেক ব্যাটসম্যানকেই আমি দুর্দান্ত সাফল্য পেতে দেখেছি। তর্কের খাতিরে অনেকে বলতেই পারেন, এ ক্ষেত্রে রান নেওয়ার সময় পা পিছলে পড়ে যেতে পারে ব্যাটসম্যানরা। এর উত্তরে বলতে পারি, উইম্বলডনে সব টেনিস খেলোয়াড় কিন্তু রাবারের সোলের জুতো পরেই খেলেন। - ক্রিকফ্রেঞ্জি/ ফেসবুক

  • সর্বশেষ
  • জনপ্রিয়