বরিশাল প্রতিনিধি: [২] শনিবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ১২ টার দিকে জেলার ক্যাডেট কলেজ ও পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ের মধ্যবর্তীস্থানের মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
[৩] মৃত মোবারক হোসেন হাওলাদার (৭০) বরিশাল সদরের পাংশা এলাকার বাসিন্দা।সে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর ফিল্ড অফিসার হিসেবে কর্মরত থেকে অবসরে যান বলে জানিয়েছেন বাবুগঞ্জ ফায়ার স্টেশনের লিডার নুরুজ্জামান শরীফ।
[৪] স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত মোবারক মোটরসাইকেলে করে যাওয়ার সময় পেছন থেকে বরিশাল থেকে ঢাকাগামী যাত্রীবাহি সাকুরা পরিবহনের একটি বাস তাকে চাপা দিয়ে চলে যায়। এতে মোবারকের শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
[৫] বরিশাল মেট্রোপলিটনের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ বিন আলম জানান, নিহত ব্যক্তি এনএসআই এর অবসরপ্রাপ্ত সদস্য। ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ