শিরোনাম
◈ ভারত–বাংলাদেশ নিরাপত্তা সংলাপ: দুই দিনের বৈঠকে ‘ইতিবাচক বার্তা’ ◈ পেশাগত নিরাপত্তা, স্বাস্থ্য ও কর্মক্ষেত্র নিরাপত্তায় বৈপ্লবিক অগ্রগতি—আইএলওর ১০টি মৌলিক দলিল অনুমোদন করলো বাংলাদেশ ◈ প্রবাসী ভোটারদের রেকর্ড সাড়া—পোস্টাল ভোট অ্যাপে কোরিয়া-জাপান এগিয়ে ◈ সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণে সম্মতি খালেদা জিয়ার ◈ আজ সশস্ত্র বাহিনী দিবস ◈ চট্টগ্রাম বন্দর নিয়ে চুক্তির সব কার্যক্রম বন্ধের নির্দেশ ◈ শ্রীলঙ্কাকে ৬৭ রা‌নে হারা‌লো  জিম্বাবুয়ে  ◈ রায়ের পর হাসিনাকে ফেরত দেয়ার দাবি জোরালো হচ্ছে ◈ রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি, চার মাসে এলো এক লাখ ১৯ হাজার কোটি টাকা ◈ প্রবাসী ভোটারদের সতর্কতা: ঘোষণাপত্রে স্বাক্ষর না দিলে পোস্টাল ভোট বাতিল

প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি, ২০২১, ০১:৫০ রাত
আপডেট : ২৭ ফেব্রুয়ারি, ২০২১, ০১:৫০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কালো আইনকে কবর দেওয়ার সময় এসেছে: ডা. জাফরুল্লাহ

শিমুল মাহমুদ: [২] গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘পৃথিবীর যে কোনো জায়গায় মন্ত্রী-প্রধানমন্ত্রীকে নিয়ে বলা যায়, হাসি-ঠাট্টা করা যায়। আমরা দেখেছি ট্রাম্পকে নিয়ে কত হাসি-ঠাট্টা হয়েছে।

[৩] ডিজিটাল নিরাপত্তা আইন দিয়ে মানুষের মুখ বন্ধ করা যায় না। মুখ বন্ধ করলে হাত নড়বে। আপনাদের সাহসে অর্জিত হবে অধিকার। আমি এই অধিকারে সংগ্রামে আপনাদের পাশে আছি।

[৪] ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, কারাবন্দী অবস্থায় লেখক মুশতাক আহমেদের পরিবারকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ ও প্রধানমন্ত্রীকে জনসম্মুখে এসে মোশতাকের পরিবারে কাছে ক্ষমা প্রার্থনা করা উচিৎ।

[৫] তিনি বলেন, সরকার গণতান্ত্রিক নয় বলে রাতের আধারের ডাকাতের সরদার হলে যা হয় তা করেছে প্রতিদিন প্রতিনিয়ত।

[৬]শুক্রবার সকালে রাজধানীর তোপখানা রোডস্থ শিশু কল্যাণ পরিষদে মিলনায়তনে, বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সাধারণ সভা ও জাতীয় কাউন্সিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এসময় নেতাকর্মীদের উদ্দেশ্য তিনি বলেন, একটা জাতি কতটা সভ্য, কতটা মানবিক, কতটা ন্যায় ভিত্তিক, তা নির্ভর করে মালিক তার শ্রমিকের সঙ্গে কিরকম ব্যবহার করে। শ্রমিকের ন্যায মুজুরি ও অধিকার প্রতিষ্ঠায় সংগঠনকে আরো কাজ করারও আহবান জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়