শিরোনাম
◈ সকালে উঠেই এক লিটার পানি পান: কতটা উপকারী? বিশেষজ্ঞরা কী বলছেন? ◈ তারেক-জুবাইদার দুর্নীতির মামলায় ‘ত্রুটিপূর্ণ বিচার’, পূর্ণাঙ্গ রায়ে খালাস হাইকোর্টে ◈ বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করা সেই তরুণীকে নিয়ে যা বললেন আহমাদুল্লাহ (ভিডিও) ◈ জুলাই স্মরণে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে ফের প্রকম্পিত ঢাবি (ভিডিও) ◈ পর্যাপ্ত অর্থ ও হোটেল বুকিং না থাকায় কুয়ালালামপুর বিমানবন্দরে ৯৬ বাংলাদেশি আটক ◈ বাড়ির নিচতলায় গ্যারেজে বসে চোখের পানি ফেলছেন, ছেলের বিরুদ্ধে মাকে বাড়িতে ঢুকতে না দেওয়ার অভিযোগ ◈ ইংল‌্যা‌ন্ডের লর্ডসে ডুবলো ভার‌তের রণতরী, সিরিজে এ‌গি‌য়ে গে‌লো ইং‌রেজরা ◈ কানাডার টরন্টো শহরে ইসকনের রথযাত্রায় ডিম নিক্ষেপ, ঘটনায় ভারতের গভীর উদ্বেগ (ভিডিও) ◈ একটি দল লম্বা লম্বা কথা বলা ছাড়া সুকৌশলে চাঁদা ও হাদিয়া নেওয়া ছাড়া কোনো কাজ করে না: মির্জা আব্বাস ◈ শাপলা প্রতীক নিয়ে রাজনীতিতে নতুন বিতর্ক!

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:১২ সকাল
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এফএটিএফ-এর ধূসর তালিকাতেই রয়ে গেলো পাকিস্তান, সময় পেয়েছে জুন পর্যন্ত

সালেহ্ বিপ্লব: [২] সন্ত্রাসবাদে অর্থায়নের তকমা আর যেন ঘুচলো না পাকিস্তানের। বৃহস্পতিবার ফিনান্সিয়াল এ্যাকশন টাস্ক ফোর্স (এফএটিএফ) আগামী জুনের মধ্যে তাদের দেয়া শর্তাবলী পুরোপুরি পূরণের নির্দেশনা দিয়েছে। ইয়ন, হিন্দুস্তান টাইমস, নাগাল্যান্ড টাইমস, এক্সপ্রেস ট্রিবিউন

[৩]  প্যারিসভিত্তিক সংস্থাটির  প্রেসিডেন্ট মার্কুস প্লিয়ার অনলাইন সংবাদ সম্মেলনে বলেন,  ২৭ দফার যে অ্যাকশন প্ল্যান দেয়া হয়েছে, তাতে অনেকটাই অগ্রগতি করেছেছে ইসলামাবাদ। কিন্তু যতোটা দরকার ছিলো ততোটা উন্নতি তারা করতে পারেনি।

[৪] বিশ্বব্যাপী সন্ত্রাসবাদে অর্থায়নের ওপর নজর রাখা এই সংস্থা গত অক্টোবরে পাকিস্তানকে ওই ২৭টি কাজ সম্পন্ন করার জন্য সময় বেঁধে দিয়েছিলো ফেব্রুয়ারি পর্যন্ত।

[৫] মার্কুস জানান, পাকিস্তান ২৪টি শর্ত পূরণ করতে পেরেছে। গত সোমবার এফএটিএফ-এর প্লেনারি সভায় নেয়া সিদ্ধান্ত অনুযায়ী বাকি তিনটি কাজ শেষ করার জন্য দেশটিকে আরও চার মাস সময় দেয়া হয়েছে।

[৬] এফএটিএফ-এর শর্ত পুরোপুরি পালন করতে পারলেই পাকিস্তান ধূসর তালিকা থেকে বের হয়ে আসতে পারবে। অন্যথায় চলে যেতে হবে কালো তালিকায়।

[৭] ধূসর তালিকায় থাকার অর্থ, পাকিস্তান আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) কিংবা  আন্তর্জাতিক কোনও সংস্থা থেকে বিনিয়োগ বা সাহায্য চাইতেই পারবে না।

[৮] দেশের ভেতরে বাইরে সন্ত্রাসবাদ পরিচালনাকারী ব্যক্তি ও সংগঠনকে মদদ দেয়ার অপরাধে ২০১৮ সালের জুন থেকে  পাকিস্তান এফএটিএফ-এর ধূসর তালিকায় পড়েছে। এই তালিকা থেকে নাম কাটাতে এফএটিএফ-এর দেয়া শর্তাবলী পালনের চেষ্টা করছে দেশটি।

[৯] ধূসর তালিকায় থাকার কারণে এ পর্যন্ত পাকিস্তানের জিডিপির ক্ষতির পরিমাণ ৩৮ বিলিয়ন ডলার, ইসলামাবাদভিত্তিক একটি থিংক ট্যাংক এ তথ্য জানিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়