আনোয়ার হোসেন আকাশ: দৈনিক আমাদের সময় পত্রিকার ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি সাংবাদিক শাকিল আহমেদ এর পরিবারের সদস্যদের ওপর বরই পাড়া কে কেন্দ্র করে হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলার সাংবাদিকরা।
দোষীদের অবিলম্বে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সামবেশে অংশ নেন। জেলা উপজেলার কর্মরত সাংবাদিক, রাজনৈতিক ব্যাক্তি ও সচেতন মহল।
বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে শহরের চৌরাস্তায় ঘন্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সামবেশ এর আয়োজন করেন ঠাকুরগাঁও প্রেসক্লাব, অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ।
মানববন্ধন ও প্রতিবাদ সামবেশে বক্তারা এ ঘটনায় জড়িতদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তারের আল্টিমেটাম দেন। না হলে পরবর্তী আরো বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হবেও বলেও হুশিয়ারী দেন।
ঘণ্টাব্যাপী স্থায়ী মানববন্ধনে বক্তব্য দেন, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু, প্রথম আলোর জেলা প্রতিনিধি মজিবর রহমান, ডেইলি স্টারের জেলা প্রতিনিধি কামরুল ইসলাম রুবায়েদ, অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি তানভির হাসান তানু, সদর উপজেলা চেয়ারম্যান অরুনাংশু দত্ত টিটো, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মোস্তাক আলম |
নির্বাহী সদস্য ও সাপ্তাহিক সংগ্রামী বাংলার সম্পাদক আব্দুল লতিফ, জনকণ্ঠ জেলা প্রতিনিধি এসএম জসিম উদ্দিন, মাছরাঙ্গা টেলিভিশন জেলা প্রতিনিধি বদরুল ইসলাম বিপ্লব, দৈনিক আজকালের প্রতিনিধি গোলাম সারোয়ার সম্রাট, দৈনিক সময়ের আলো জেলা প্রতিনিধি নাজমুল ইসলাম প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন রাণীশংকৈল প্রেসক্লাবের সম্পাদক আনোয়ার হোসেন আকাশ,সহ-সম্পাদক খুরশিদ আলম শাওন প্রমূখ।
প্রসঙ্গে, গত মঙ্গলবার রাতে শহরের কলেজপাড়া আদমনগর এলাকায় সাংবাদিক শাকিলের বাসায় সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে তার বাবা আদম আলী, মা শাকিলা আক্তার, চাচা আলম আলী, চাচাতো ভাই লাবু গুরুতর জখম হয়ে ঠাকুরগাঁও ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে মৃত্যুর সাথে পান্জা লড়ছেন । এই ঘটনায় বুধবার সদর থানায় ৮ জনের নাম উল্লেখসহ ৫/৬ জন অজ্ঞাতনামাদের আসামি করে একটি মামলা করেন শাকিল আহমেদ।