সমীরণ রায়: [২] সাধন চন্দ্র মজুমদার আরও বলেন, যারা আওয়ামী লীগের ক্ষতি করতে চায় তাদের এখনই দল থেকে চলে যাওয়া উচিত। এদেশের মানুষ বঙ্গবন্ধুকে জীবন দিয়ে ভালোবেসে। এজন্য বঙ্গবন্ধুর আদর্শ নিয়েই এই সোনার দেশ পরিচালনা করা হবে।
[৩] তিনি বলেন, আওয়ামী লীগ যতোদিন ক্ষমতায় আছে ততোদিন বাংলাদেশ পথ হারাবে না। শেখ হাসিনা আছে বলেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে দেশে উন্নয়ন হচ্ছে।
[৪] বৃহস্পতিবার নওগাঁর রাণীনগরে আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।
[৫] এতে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাক্তার রোকিয়া সুলতানা, সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার, আনোয়ার হোসেন হেলাল, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেকসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা।