মিনহাজুল আবেদীন: [২] বৃহস্পতিবার সময় টিভির ‘অনুমতির রাজনীতি’ টকশো অনুষ্ঠানে মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর বলেন, যখন দেশের উন্নয়ন অব্যাহত রয়েছে, তখন কিছু ব্যক্তি বা গোষ্ঠী এ উন্নয়নের ধারাকে বিভিন্নভাবে ব্যাহত করার চেষ্টা করছে। যাতে সরকার বেকায়দায় পড়েন।
[৪] তিনি বলেন, ষড়যন্ত্রের পাঁয়তারা হিসেবে বিভিন্ন ধরনের নীল নকশার ছক তৈরি হচ্ছে। তার পরেও দেশের উন্নয়ন অব্যাহত রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সুদক্ষ বলীষ্ঠ নেতৃত্বে তা মোকাবেলা করছেন। দেশ সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে। কোনো রাজনৈতিক কূটনৈতিক চাল তাকে গ্রাস করতে পারবে না।
[৫] তিনি আরও বলেন, আমরা বিএনপিকে সব ধরনের সমাবেশ বা কার্যক্রমে সহযোগিতার হাত বাড়াতে চাই কিন্তু তারা এই সুযোগটাকে কাজে লাগিয়ে দেশের ভাবমূর্তি নষ্ট করছে। মানুষ হত্যা, গাড়ি ভাঙচুরের মতো জঘণ্যতম কাজগুলো করছে। মূলত তাদেরকে গণতান্ত্রিকভাবে আন্দোলনগুলো করা উচিত।
[৬] এদিকে বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, সকল এমপি তাদের নিরাপত্তার জন্য পুলিশ নিয়ে ঘুরে। আওয়ামী লীগ যতো কথাই বলুক না কেন, বর্তমান জনগণের কোনও নিরাপত্তা নেই। এটি সরকারকে আগে জোরদার করতে হবে। সম্পাদনা: রাশিদ