শিরোনাম
◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয়

প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:২৭ সকাল
আপডেট : ২৫ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রামের সাতকানিয়ায় আ.লীগ নেতাকে কুপিয়ে হত্যা

ইকবাল হোসেন:[২] চট্টগ্রামের সাতকানিয়ায় বেলাল উদ্দিন (৪৫) নামে এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার দিনগত রাতে তৈয়ার পাড়া গ্রামে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

[৩] বেলাল উদ্দিন সাতকানিয়া থানার ২নং খাগরিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। বাড়ির অদূরে তাঁকে কুপিয়ে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। পরবর্তীতে রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।

[৪] স্থানীয়রা জানান, বুধবার দিনগত রাত আনুমানিক সড়ে দশটার দিকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দুর্বৃত্তরা বেলাল উদ্দিনের উপর অতর্কিত হামলা চালিয়ে মারাত্মকভাবে জখম করে ফেলে যায়।

[৫] স্থানীয় ইউপি চেয়ারম্যান আকতার হোসেন জানান, সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বুধবার দিনগত রাতে বেলাল উদ্দিন কে সুকৌশলে ডেকে নিয়ে ২০/৩০ লোকজন মিলে তার-ওপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়।

[৬]জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) জাকারিয়া রহমান (জিকু) বলেন, ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুরুতর জখম অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে হাসপাতালে প্রেরণ করা হয়। যাওয়ার পথে তিনি মারা যান। ওই এলাকায় রাতে অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করা হয়। এই রিপোর্ট লিখার সময় পর্যন্ত লাশ হাসপাতালে মর্গে রয়েছে বলে জানান তিনি। সম্পাদনা:অনন্যা আফরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়