শিরোনাম
◈ দুই দানব ব্ল্যাক হোলের খোঁজ পেল বিজ্ঞানীরা, কী ঘটছে মহাবিশ্বে? (ভিডিও) ◈ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ২য় উচ্চতর গ্রেডে আইনি ছাড় ◈ বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া ◈ শান্তির হ্যাটট্রিক, ভুটানকে সহ‌জেই হারা‌লো বাংলাদেশের মে‌য়েরা ◈ মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ ◈ ১৬ই জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা ◈ রহস্যময় নাকামোতো এখন বিশ্বের ১২তম ধনী, বিটকয়েন সম্পদ ১২৮ বিলিয়ন ডলার ◈ শাহবাগ মোড় অবরোধ করলো স্বেচ্ছাসেবক দল ◈ বিএসবির খায়রুল বাশারকে আদালত প্রাঙ্গণে ডিম নিক্ষেপ, কিল-ঘুষি ◈ গণপ্রতিরোধের মুখে শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছিলেন: ভোলায় নাহিদ ইসলাম 

প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি, ২০২১, ০৫:২৫ সকাল
আপডেট : ২৪ ফেব্রুয়ারি, ২০২১, ০৫:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ‘৩৬’ দুঃস্বপ্ন নয়, আমাদের অভিজ্ঞতা, বললেন বিরাট কোহলি

স্পোর্টস ডেস্ক : [২] আজ ২৪ ফেব্রুয়ারি বিকাল সিরিজের তৃতীয় টেস্টে ইংল্যান্ডের মুখোমুখি হবে ভারত। আহমেদাবাদের মতেরা স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে ফ্লাড লাইটের আলোয়, খেলা হবে গোলাপি বলে। দিবা-রাত্রির টেস্টে অবশ্য দুই দলের অভিজ্ঞতাই খুব একটা সমৃদ্ধ নয়। এর আগে ইংল্যান্ড তিনটি দিবারাত্রির টেস্ট খেলেছে, ভারত খেলেছে মাত্র দুটি। তবে দুই দলেরই সর্বশেষ খেলা গোলাপি বলের টেস্ট ম্যাচে রয়েছে বেশ তিক্ত অভিজ্ঞতা।

[৩] অকল্যান্ডে নিজেদের খেলা সবশেষ দিবা-রাত্রির টেস্টে মাত্র ৫৮ রানে অলআউট হয়েছিল ইংল্যান্ড। ফ্লাড লাইটের আলোতে সেই ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ইনিংস ব্যবধানে পরাজিত হতে হয়েছিল ইংলিশদের। অন্যদিকে ভারতকে লজ্জায় ফেলেছিল অস্ট্রেলিয়া। মেলবোর্নে ভারতের খেলা সর্বশেষ গোলাপি বলের টেস্টে বিরাট কোহলির দলকে ৩৬ রানে অলআউট করেছিল অজিরা।

[৪] উভয় দলই সর্বশেষ গোলাপি বলের টেস্টে তিক্ত অভিজ্ঞতা নিয়ে একে অপরের মুখোমুখি হবে। অবশ্য ভারত অধিনায়ক কোহলি মনে করছেন, ইংল্যান্ডের ৫৮ রানে বা ভারতের ৩৬ রানে অলআউট হয়ে যাওয়ার ব্যাপারটি কোন দুঃস্বপ্ন নয়, বরং একটি অভিজ্ঞতা। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়েই আহমেদাবাদে খেলতে নামতে চান বিশ্বের অন্যতম সেরা এই ব্যাটসম্যান।

[৫] কোহলি বলেন, দুটো অভিজ্ঞতাই অদ্ভুত দুই দলের জন্যে। যদি আপনি ইংল্যান্ডকে জিজ্ঞাসা করেন যে, তারা আবার ৫০ রানে অলআউট হবে কিনা? তাদের উত্তর হবে, না। কারণ আপনি বুঝতে পারবেন যে, নির্দিষ্ট দিনে জিনিসগুলি একটি নির্দিষ্ট উপায়ে ঘটে। তখন আপনি যত কিছুই করুন না কেন,পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। কিছুই পক্ষে হবে না। অ্যাডিলেডে ঠিক তেমন কিছুর সম্মুখীন হয়েছিলাম আমরা। - ক্রিকফ্রেঞ্জি/ ক্রিকইনফো

  • সর্বশেষ
  • জনপ্রিয়