শিরোনাম
◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি, ২০২১, ০৭:১২ সকাল
আপডেট : ২৪ ফেব্রুয়ারি, ২০২১, ০৭:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মালয়েশিয়া থেকে ফেরত মায়ানমারের ১০৮৬ জন,তালিকায় বাংলাদেশিরাও

শেখ সেকেন্দার আলী: অবশেষে মালয়েশিয়া থেকে দেশে ফেরত পাঠানো হলো অবৈধভাবে অবস্থান করে আটকের শিকার মায়ানমারের নাগরিকদের। পরবর্তিতে বাংলাদেশসহ অন্যান্য দেশের নাগরিকদেরও ফেরত পাঠানো হবে বলে জানিয়েছেন ইমিগ্ৰেশন ডিজি।

বুধবার (২৩ ফেব্রুয়ারী) মালয়েশিয়ার নৌবাহিনীর জাহাজে করে ১ হাজার ৮৬ জনকে ফেরত পাঠানো হয়। যদিও এর আগে মালয়েশিয়া ঘোষণা দিয়েছিলো ১২শত মায়ানমারের নাগরিকদের ফেরত পাঠানো হবে।

মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের (জেআইএম) মহাপরিচালক, দাতুক খায়রুল দাযাইমি দাউদ বলেন, পেরাকের লুমুটে রয়্যাল মালয়েশিয়ার নেভি বেস (টিএলডিএম) এর মাধ্যমে মিয়ানমার নৌবাহিনীকে তিনটি জাহাজ ব্যবহার করে মিয়ানমার নৌবাহিনীকে পাঠানো হয়েছিল। ফেরত পাঠানো প্রক্রিয়া মালয়েশিয়ার ইমিগ্ৰেশন‌ বিভাগ, সশস্ত্র বাহিনী (এটিএম) বিশেষত আরএমএন, জাতীয় টাস্ক ফোর্স (এনটিএফ) এবং মিয়ানমার দূতাবাসের সহযোগিতায় হয়েছে।

তিনি আরো বলেন, মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানোর জন্য গত বছর থেকে দেশের ইমিগ্রেশনের ডিপোতে আটক করা হয়েছে। এদিকে দেশটির বিভিন্ন ডিপোতে জেলের মেয়াদ শেষ হওয়ার পরও ফেরার অপেক্ষায় থাকা বাংলাদেশী, ইন্দোনেশিয়ান ও ভিয়েতনামসহ অন্যান্য দেশের নাগরিকদেরও পর্যায় ক্রমে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়