শিরোনাম
◈ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ২য় উচ্চতর গ্রেডে আইনি ছাড় ◈ বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া ◈ শান্তির হ্যাটট্রিক, ভুটানকে সহ‌জেই হারা‌লো বাংলাদেশের মে‌য়েরা ◈ মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ ◈ ১৬ই জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা ◈ রহস্যময় নাকামোতো এখন বিশ্বের ১২তম ধনী, বিটকয়েন সম্পদ ১২৮ বিলিয়ন ডলার ◈ শাহবাগ মোড় অবরোধ করলো স্বেচ্ছাসেবক দল ◈ বিএসবির খায়রুল বাশারকে আদালত প্রাঙ্গণে ডিম নিক্ষেপ, কিল-ঘুষি ◈ গণপ্রতিরোধের মুখে শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছিলেন: ভোলায় নাহিদ ইসলাম  ◈ গৌরনদীতে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বদলি আদেশ ঘিরে অবরোধ দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩

প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি, ২০২১, ০৭:১২ সকাল
আপডেট : ২৪ ফেব্রুয়ারি, ২০২১, ০৭:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মালয়েশিয়া থেকে ফেরত মায়ানমারের ১০৮৬ জন,তালিকায় বাংলাদেশিরাও

শেখ সেকেন্দার আলী: অবশেষে মালয়েশিয়া থেকে দেশে ফেরত পাঠানো হলো অবৈধভাবে অবস্থান করে আটকের শিকার মায়ানমারের নাগরিকদের। পরবর্তিতে বাংলাদেশসহ অন্যান্য দেশের নাগরিকদেরও ফেরত পাঠানো হবে বলে জানিয়েছেন ইমিগ্ৰেশন ডিজি।

বুধবার (২৩ ফেব্রুয়ারী) মালয়েশিয়ার নৌবাহিনীর জাহাজে করে ১ হাজার ৮৬ জনকে ফেরত পাঠানো হয়। যদিও এর আগে মালয়েশিয়া ঘোষণা দিয়েছিলো ১২শত মায়ানমারের নাগরিকদের ফেরত পাঠানো হবে।

মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের (জেআইএম) মহাপরিচালক, দাতুক খায়রুল দাযাইমি দাউদ বলেন, পেরাকের লুমুটে রয়্যাল মালয়েশিয়ার নেভি বেস (টিএলডিএম) এর মাধ্যমে মিয়ানমার নৌবাহিনীকে তিনটি জাহাজ ব্যবহার করে মিয়ানমার নৌবাহিনীকে পাঠানো হয়েছিল। ফেরত পাঠানো প্রক্রিয়া মালয়েশিয়ার ইমিগ্ৰেশন‌ বিভাগ, সশস্ত্র বাহিনী (এটিএম) বিশেষত আরএমএন, জাতীয় টাস্ক ফোর্স (এনটিএফ) এবং মিয়ানমার দূতাবাসের সহযোগিতায় হয়েছে।

তিনি আরো বলেন, মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানোর জন্য গত বছর থেকে দেশের ইমিগ্রেশনের ডিপোতে আটক করা হয়েছে। এদিকে দেশটির বিভিন্ন ডিপোতে জেলের মেয়াদ শেষ হওয়ার পরও ফেরার অপেক্ষায় থাকা বাংলাদেশী, ইন্দোনেশিয়ান ও ভিয়েতনামসহ অন্যান্য দেশের নাগরিকদেরও পর্যায় ক্রমে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়