শিরোনাম
◈ চট্টগ্রাম বন্দর নিয়ে চুক্তির সব কার্যক্রম বন্ধের নির্দেশ ◈ শ্রীলঙ্কাকে ৬৭ রা‌নে হারা‌লো  জিম্বাবুয়ে  ◈ রায়ের পর হাসিনাকে ফেরত দেয়ার দাবি জোরালো হচ্ছে ◈ রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি, চার মাসে এলো এক লাখ ১৯ হাজার কোটি টাকা ◈ প্রবাসী ভোটারদের সতর্কতা: ঘোষণাপত্রে স্বাক্ষর না দিলে পোস্টাল ভোট বাতিল ◈ তত্ত্বাবধায়ক সরকার প্রধানের বিষয়ে যা জানালেন শিশির মনির ◈ বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় প্রতিষ্ঠার চূড়ান্ত অনুমোদন ◈ ১৯ দিনে প্রবাসী আয় ২ বিলিয়ন ডলার ◈ ডাকসু সদস্য রাফিয়ার বাড়িতে ককটেল নিক্ষেপ, আগুন ◈ জার্মা‌নি‌কে হা‌রি‌য়ে নারী কাবা‌ডি বিশ্বকা‌পের সেমিফাইনালের পথে ভারত

প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি, ২০২১, ০৭:১২ সকাল
আপডেট : ২৪ ফেব্রুয়ারি, ২০২১, ০৭:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মালয়েশিয়া থেকে ফেরত মায়ানমারের ১০৮৬ জন,তালিকায় বাংলাদেশিরাও

শেখ সেকেন্দার আলী: অবশেষে মালয়েশিয়া থেকে দেশে ফেরত পাঠানো হলো অবৈধভাবে অবস্থান করে আটকের শিকার মায়ানমারের নাগরিকদের। পরবর্তিতে বাংলাদেশসহ অন্যান্য দেশের নাগরিকদেরও ফেরত পাঠানো হবে বলে জানিয়েছেন ইমিগ্ৰেশন ডিজি।

বুধবার (২৩ ফেব্রুয়ারী) মালয়েশিয়ার নৌবাহিনীর জাহাজে করে ১ হাজার ৮৬ জনকে ফেরত পাঠানো হয়। যদিও এর আগে মালয়েশিয়া ঘোষণা দিয়েছিলো ১২শত মায়ানমারের নাগরিকদের ফেরত পাঠানো হবে।

মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের (জেআইএম) মহাপরিচালক, দাতুক খায়রুল দাযাইমি দাউদ বলেন, পেরাকের লুমুটে রয়্যাল মালয়েশিয়ার নেভি বেস (টিএলডিএম) এর মাধ্যমে মিয়ানমার নৌবাহিনীকে তিনটি জাহাজ ব্যবহার করে মিয়ানমার নৌবাহিনীকে পাঠানো হয়েছিল। ফেরত পাঠানো প্রক্রিয়া মালয়েশিয়ার ইমিগ্ৰেশন‌ বিভাগ, সশস্ত্র বাহিনী (এটিএম) বিশেষত আরএমএন, জাতীয় টাস্ক ফোর্স (এনটিএফ) এবং মিয়ানমার দূতাবাসের সহযোগিতায় হয়েছে।

তিনি আরো বলেন, মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানোর জন্য গত বছর থেকে দেশের ইমিগ্রেশনের ডিপোতে আটক করা হয়েছে। এদিকে দেশটির বিভিন্ন ডিপোতে জেলের মেয়াদ শেষ হওয়ার পরও ফেরার অপেক্ষায় থাকা বাংলাদেশী, ইন্দোনেশিয়ান ও ভিয়েতনামসহ অন্যান্য দেশের নাগরিকদেরও পর্যায় ক্রমে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়