শিরোনাম
◈ অহেতুক চাপ সৃষ্টি করতে জামায়াতের কর্মসূচি: মির্জা ফখরুল ◈ জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে রাজপথে সাত দল ◈ স্ত্রী আসলেই নারী কি না প্রমাণ দেবেন ম্যাখোঁ ◈ আগামী বছরের বইমেলার সময় পরিবর্তন ◈ সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি, যা জানালো ভারত ◈ সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর: অবসরে বাড়ছে সুযোগ-সুবিধা, কমছে অপেক্ষাকাল ◈ আগামীকাল ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় যমুনা টিভির সাংবাদিকসহ আহত ৫ ◈ ঐকমত্য কমিশনের আলোচনায় রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান হবে: প্রেস সচিব ◈ রাজনৈতিক কর্মসূচিতে ফের গরম হচ্ছে রাজপথ

প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি, ২০২১, ১২:২০ দুপুর
আপডেট : ২৪ ফেব্রুয়ারি, ২০২১, ১২:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শিক্ষার্থীদের টিকা নেওয়ার বিষয়ে বিশ্ববিদ্যালয়গুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে: দীপু মনি

শিমুল মাহমুদ: [২] বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আবাসিক শিক্ষার্থীদের তালিকা শিক্ষামন্ত্রাণালয়ে জমা দেবে, পরবর্তী ব্যবস্থা নেবে স্বাস্থ্য মন্ত্রণালয়। আবাসিক শিক্ষার্থীদের নাম, জাতীয় পরিচয়পত্রসহ তালিকা বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষামন্ত্রণালয়কে দেবে, তারপর তা স্বাস্থ্য মন্ত্রণালয়কে দেওয়া হবে। তারা সিস্টেমে ইনপুট দেবেন। তখন থেকে আবাসিক শিক্ষার্থীরা যেখানেই থাকেন রেজিস্ট্রেশন করতে পারবেন এবং যেখানে তার ভালো লাগে সেখানে টিকা নিতে পারবেন, বললেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

[৩] সোমবার রাতে ৭১ টিভিকে সাক্ষাৎকারে তিনি বলেন, দেশের সকল শিক্ষককে এবং শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মচারিদেরকে অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেওয়া হবে। সেটি আজকে থেকে যুক্ত হওয়ার কথা রয়েছে। হয়ে গেলে কিছুদিনের মধ্যে উনারা টিকা নিয়ে নিতে পারবেন।

[৩] দীপু মনি বলেন, যারা সামনে এসএসসি ও এইচএসসি পরীক্ষা দিবে তারা সপ্তাহে ছয়দিন ক্লাস করবে। বাকিরা সপ্তাহে একদিন ক্লাস করবে। বিশ^বিদ্যালয়ে কিন্তু এমন সুযোগ নেই। তাদের বেশির ভাগ আবাসিক।

[৪] বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলছেন, প্রশাসনিকও দাপ্তরিক কার্যক্রমসহ নানা কাজে তাদের ক্যাম্পাসে আসতে হয়। বিসিএসসের জন্য নানা প্রস্তুতির কারণে তাদের ঢাকা থাকতে হচ্ছে।

[৫] এ বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, তাদের যদি কোনো প্রশাসনিক কাজের জন্য থাকতে হয় তাহলে বিশ্ববিদ্যালয়গুলো সে কাজ করবেন না। তাদেরকে সে ব্যবস্থা করে দেওয়া হবে এটা কোনো সমস্যা না। শুধুমাত্র অনলাইন ক্লাস ছাড়া কোনো ক্লাস নেওয়া, পরিক্ষা নেওয়া কিছুই হবে না।

[৬] আর এখন যারা শিক্ষার্থী তারা ৪৩ তম বিসিএস দেবেন। আবেদনের তারিখ পরীক্ষার তারিখ সব কিছু আমরা পিছিয়ে দেবো। একই সঙ্গে করোনার কারণে যেহেতু তাদের একটি বছর হারাতে হয়েছে সে কারণে বয়সের কারণে যেনো কোনো বাধাগ্রস্থ না হয় সে ব্যবস্থাও আমরা করবো।

[৭] তিনি বলেন, আমরা যে সিদ্ধান্ত নিয়েছি এটি শুধু একটি বিশ্ববিদ্যালয় নয়, সকল শিক্ষাথীদের স্বাস্থ্য সুরক্ষার ও সার্বিক নিরাপত্তার কথা ভেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ তারাই আমাদের ভবিষ্যৎ।

[৮] শিক্ষামন্ত্রী বলেন, আবাসিক হলগুলোতে আমাদের শিক্ষার্থীরা যেভাবে থাকে সেখানে কোনোভাবেই সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব নয়। দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর বেশিভাগেই প্রায় কাছাকাছি অবস্থা। সে কারণে এসব আবাসিক শিক্ষার্থীদের টিকা না দিয়ে কিছুতেই হলগুলো খুলতে পারি না। সম্পাদনা: শাহানুজ্জামান টিটু

  • সর্বশেষ
  • জনপ্রিয়