শিরোনাম
◈ প্রবাসী ভোটারদের রেকর্ড সাড়া—পোস্টাল ভোট অ্যাপে কোরিয়া-জাপান এগিয়ে ◈ সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণে সম্মতি খালেদা জিয়ার ◈ আজ সশস্ত্র বাহিনী দিবস ◈ চট্টগ্রাম বন্দর নিয়ে চুক্তির সব কার্যক্রম বন্ধের নির্দেশ ◈ শ্রীলঙ্কাকে ৬৭ রা‌নে হারা‌লো  জিম্বাবুয়ে  ◈ রায়ের পর হাসিনাকে ফেরত দেয়ার দাবি জোরালো হচ্ছে ◈ রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি, চার মাসে এলো এক লাখ ১৯ হাজার কোটি টাকা ◈ প্রবাসী ভোটারদের সতর্কতা: ঘোষণাপত্রে স্বাক্ষর না দিলে পোস্টাল ভোট বাতিল ◈ তত্ত্বাবধায়ক সরকার প্রধানের বিষয়ে যা জানালেন শিশির মনির ◈ বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় প্রতিষ্ঠার চূড়ান্ত অনুমোদন

প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:৩৭ সকাল
আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আমিরাতের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে শাহরিয়ার আলম এমপির বৈঠক

ওবায়দুল হক: [২] পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এমপি গত সোমবার ২২.০২.২০২১ স্থানীয় সময় সকালে আমিরাতের পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক প্রতিমন্ত্রী আহমেদ আলি আল সায়েঘ এঁর সাথে তাঁর দপ্তরে এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন।

[৩] মন্ত্রী বর্তমানে আবুধাবিতে অনুষ্ঠিত ৫ দিনব্যাপী ইন্টারন্যাশনাল ডিফেন্স এক্সিবিশন IDEX এবং নেভাল ডিফেন্স এক্সিবিশন NAVDEX ২০২১ এ বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিতে আবুধাবি অবস্থান করছেন।

[৪] বৈঠকে ইউএই প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণ ও দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের যে অগ্রগতি সাধন করেছে তার এবং কোভিড-১৯ চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশের সাফল্যের ভূয়সী প্রশংসা করেন।

[৫] এতে দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে, মুজিব শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে আমিরাতের নেতৃত্বের অংশগ্রহণ, দু'দেশের ৫০ তম জন্মজয়ন্তী উদযাপন, রোহিঙ্গা প্রত্যাবাসনে আমিরাতের অব্যহত সমর্থন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণ, বাণিজ্য, বিনিয়োগ, খাদ্য নিরাপত্তা, ইউএইতে বাংলাদেশীদের কর্মসংস্থানের সুযোগ সহ দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে হৃদ্যতা পূর্ণ আলোচনা হয়।

[৬] বৈঠকে অন্যান্যদের মধ্যে ইউএইতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম এশিয়া বিষয়ক মহাব্যবস্থাপক এফ এম বোরহান উদ্দিন উপস্থিত ছিলেন। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়