শিরোনাম
◈ আতলেতিকো মা‌দ্রিদ‌কে হারিয়ে স্প‌্যা‌নিশ সুপার কা‌পের ফাইনালে রিয়াল মাদ্রিদ ◈ বিক্ষোভ দমনে ইরানজুড়ে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন, নিহত অন্তত ২১ ◈ বসুন্ধরায় ভেজাল মদের কারখানা, ওয়ারীতে দূরনিয়ন্ত্রিত ‘কুশ’ ল্যাবের সন্ধান, গ্রেপ্তার ৪ ◈ ক্ষতির মুখে দিল্লির সুতা শিল্প: যুক্তরাষ্ট্রের পর এবার ভারতের ওপর শুল্ক আরোপের পথে বাংলাদেশ ◈ বড় সুখবর! সৌদি আরবে এক খাতেই প্রবাসী কর্মী লাগবে ১৬ লাখের বেশি ◈ মনোনয়ন বাতিল হয়নি দাবি হাসনাতের প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির (ভিডিও) ◈ পাইপলাইনের ওপর ঘর তুলে অভিনব কায়দায় বিপিসির তেল চুরি (ভিডিও) ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচন: পোলিং ও নির্বাচনি এজেন্ট সংক্রান্ত নির্দেশনা জারি ◈ নীতিগত ব্যর্থতা ও দুর্নীতির চিত্র: টেলিযোগাযোগ খাতের ৩,২৭২ পৃষ্ঠার শ্বেতপত্র প্রকাশ ◈ সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ ও স্বার্থ বিবেচনা করে: তামিম

প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি, ২০২১, ১২:২৬ দুপুর
আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০২১, ১২:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]ভিসার নিশ্চয়তা পেলে ভারতে বিশ্বকাপ খেলবে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক: [২] সীমান্ত উত্তেজনা ও রাজনৈতিক কারণে দুই প্রতিবেশী দেশ পাকিস্তান ও ভারতের সাপে নেউলে সম্পর্ক। ২০০৭ সালের পর দুই দল একবারও দ্বিপাক্ষিক সিরিজ খেলেনি। আইসিসি ইভেন্ট কিংবা এশিয়া কাপ দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের মুখোমুখির একমাত্র মঞ্চ। তবে সেখানেও বিভিন্ন সময়ে এসেছে বাঁধা। ২০১১ বিশ্বকাপের সেমিফাইনালের পর পাকিস্তান ভারত সফর করেনি। সেবার পাঞ্জাবে খেলেছিল শহীদ আফ্রিদির দল।

[৩]এ বছর ভারতে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। পাকিস্তান ক্রিকেট দলের ভারতের গিয়ে বিশ্বকাপে অংশ নিতে আপত্তি নেই তবে বেশ কিছু শর্ত রয়েছে তাদের। প্রধান শর্ত, ভিসার নিশ্চয়তা।

[৪]ভারত সরকার লিখিতভাবে ভিসার নিশ্চয়তা দিলে পাকিস্তান ভারতে দল পাঠাবে। গণমাধ্যমে এমন কথা বলেন পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান এহসান মানি। লাহোরে তিনি বলেন, আমাদের সরকার কখনো বলেনি আমরা ভারতে গিয়ে খেলতে পারবো না। আমরা আইসিসিকেও জানিয়েছি আমরা ওখানে গিয়ে খেলবো কোনো বাধা দেব না। আইসিসিতে সরাসরি জানিয়েছি, ভারত থেকে আমরা লিখিত চাই যে, আমাদের খেলোয়াড়, দর্শক, সংবাদিক ও বোর্ড কর্মকর্তারা সেখানের ভিসা পাবেন। তাহলেই আমরা ভারতে খেলতে যাবো।

[৫]তিনি আরো যোগ করেন, আইসিসি থেকে জানানো হয়েছিল ২০২০ সালের ৩১ ডিসেম্বর ভারত থেকে সাড়া পাওয়া যাবে। কিন্তু এখনও আমরা অপেক্ষায় আছি। মার্চের আগে আমরা পরিস্কার উত্তর চাই নয়তো ভারত থেকে টি- টোয়েন্টি বিশ্বকাপ সরিয়ে নেওয়ার আবেদন করবো। আমার মতে আইসিসি সংযক্ত আরব আমিরাতকে তাদের বিবেচনায় রাখতে পারে।

[৬]২০১৯ সালের ফেব্রুয়ারিতে দিল্লিতে অলিম্পিক বিশ্বকাপে পাকিস্তানের স্যুটারদের অংশগ্রহণ করতে না দেওয়ায় ইন্টারন্যাশাল অলিম্পিক কমিটি ভারতকে বহিস্কার করেছিল। পরবর্তীতে ভারত সরকার অ্যাথলেটদের জন্য ভিসা দেওয়ার নিশ্চয়তা প্রদান করে। - পাঞ্জাব টাইমস্/ ক্রিকেটফিঞ্জ

  • সর্বশেষ
  • জনপ্রিয়