শিরোনাম
◈ ‘নেপালকে বাংলাদেশ হতে দেব না’: প্রধানমন্ত্রী সুশীলা কার্কি ◈ কাশ্মীর সীমান্তে একাধিক পাকিস্তানি ড্রোন শনাক্ত: সর্বোচ্চ সতর্কতায় ভারতীয় বাহিনী ◈ চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ থামছেই না: বাড়ছে আতঙ্ক, ঝুঁকিতে যাত্রীরা ◈ এবার বাংলাদেশের ওপর নজরদারি বাড়াতে নতুন নৌঘাঁটি বানাচ্ছে ভারত ◈ ভিয়েতনামে ২০ বছরের মধ্যে আসিয়ানের সবচেয়ে বড় তেলের মজুত সন্ধান! ◈ কাউন্সিল হ্যা বললে ২য় বিয়েতে স্ত্রীর অনুমতি লাগবে না: হাইকোর্ট (ভিডিও) ◈ এক-দুই দিনের মধ্যে ২০-২৫ আসনে প্রার্থী ঘোষণা দেবে এনসিপি ◈ কী ঘটেছিল, কী দেখে প্রাণ নিয়ে পালিয়েছিল ডাকাতদল? যা জানাগেল (ভিডিও) ◈ স্বেচ্ছাসেবক দলের নেতা মুছাব্বির হত্যা: ১৫ লাখ টাকা চুক্তিতে খুন, জড়িত তিন সহোদর ◈ ইরানে সরকারবিরোধী বিক্ষোভে নিহত ১৯২, ‘ব্যাপক হত্যাকাণ্ডের’ শঙ্কা মানবাধিকার সংস্থার

প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি, ২০২১, ১১:৫৮ দুপুর
আপডেট : ২১ ফেব্রুয়ারি, ২০২১, ১১:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ওরস ফেরত গাড়ির চাপে মহাসড়কে দীর্ঘ সিরিয়াল, জনদুর্ভোগ

কামাল হোসেন: [২] রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে নিয়মিত যানবাহনের পাশাপাশি ফরিদপুরের আটরশি বিশ্ব জাকের মঞ্জিলের তিনদিনের ওরস শেষে শতশত গাড়ি ফিরতে শুরু করেছে। এতে করে অতিরিক্ত গাড়ির চাপে দৌলতদিয়া ঘাট এলাকায় রোববার দুপুরের পর থেকে যানবাহনের দীর্ঘ সিরিয়াল সৃষ্টি হয়।

[৩]বিআইডব্লিউটিসি ও ঘাট সংশ্লিষ্ট অন্যান্য সূত্রে জানা যায়, ফরিদপুরে বিশ্ব জাকের মঞ্জিলের তিনদিনের বাৎসরিক ওরসে ঢাকা, গাজীপুর, ময়মনসিংহ, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জসহ এ অঞ্চলের অসংখ্য ভক্তরা শতশত বাস ও ব্যক্তিগত গাড়ীযোগে অংশ নেন। ভোরে আখেরি মোনাজাতের মাধ্যমে ওরসের সমাপ্তি ঘটে। তারপর হতে ওই ভক্তরা একযোগে ফিরতে শুরু করেছে। পাশাপাশি টানা তিনদিনের সরকারি ছুটি শেষে বাড়িতে আসা অসংখ্য কর্মমুখী মানুষ রাজধানীতে ফিরতে শুরু করেছে। এ সকল কারনে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের দৌলতদিয়া ঘাট এলাকায় দুপুরের পর হতে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হচ্ছে।

[৪] সরেজমিন বেলা ২ টার দিকে দেখা যায়, দৌলতদিয়া ফেরিঘাট হতে গোয়ালন্দ ফিডমিল পর্যন্ত প্রায় সাড়ে ৩ কিলোমিটার জুড়ে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়েছে। সারিতে ওরসের গাড়ির সংখ্যাই অধিক। দীর্ঘ সময় আটকে থেকে মুসল্লিদের যোহরের নামাজ আদায়, দুপুরের খাওয়াসহ প্রাকৃতিক কাজে দূর্ভোগের শিকার হতে হচ্ছে।

[৫] এদিকে ঘাটের উপর চাপ কমিয়ে যাত্রী দূর্ভোগ এড়াতে পুলিশ প্রায় ১৩ কিলোমিটার দূরে গোয়ালন্দ মোড় এলাকায় অপচনশীল মালবোঝাই ট্রাক ও কাভার্ডভ্যান গুলোকে আটকে দিচ্ছে বলে জানা গেছে। দৌলতদিয়া ঘাট ও গোয়ালন্দ মোড় সহ অন্তত ৫শ গাড়ি মহাসড়কে আটকে আছে বলে সংশ্লিষ্টদের ধারনা।

[৬] বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহকারী ব্যবস্থাপক মাহাবুব হোসেন বলেন, একসঙ্গে অতিরিক্ত গাড়ি চলে আসায় ঘাট এলাকায় বাড়তি চাপ সৃষ্টি হয়েছে। তবে নৌরুটে ১৬ টি ফেরি চলছে। অল্প সময়ের মধ্যেই আটকে থাকা যানবাহনগুলো নদী পারাপারের সুযোগ পাচ্ছে। যাত্রীবাহী যানবাহনের চাপ কমলে সুবিধামতো পণ্যবাহী গাড়িগুলো পার করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়