শিরোনাম
◈ হায়দার আকবর খান রনো মারা গেছেন ◈ ডোনাল্ড লু’র ছয়দিনের সফর শুরু, ভারত ও শ্রীলঙ্কা হয়ে বাংলাদেশ আসছেন ১৪ মে ◈ লোহাগড়ায় দুর্বৃত্তের গুলিতে সাবেক ইউপি চেয়ারম্যানের মৃত্যু ◈ সাধারণ পরিষদে ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার প্রস্তাব পাস  ◈ জিম্বাবুয়ের বিরুদ্ধে টানা চার জয় বাংলাদেশের ◈ বন্দি ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনীর অমানবিক নির্যাতনের তথ্য-ছবি ফাঁস ◈ গাজার রাফাহজুড়ে ইসরায়েলি বাহিনীর হামলা ও বোমাবর্ষণ ◈ কোনো ভর্তুকি ছাড়াই নিজস্ব আয় থেকে উড়োজাহাজের মূল্য পরিশোধ করছে বিমান ◈ আওয়ামী লীগ মাঠে না থাকলে বিএনপি সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবে: ওবায়দুল কাদের ◈ অ্যাস্ট্রাজেনেকার টিকা শেষ, এখন চলবে ফাইজার: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি, ২০২১, ১১:৫৮ দুপুর
আপডেট : ২১ ফেব্রুয়ারি, ২০২১, ১১:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ওরস ফেরত গাড়ির চাপে মহাসড়কে দীর্ঘ সিরিয়াল, জনদুর্ভোগ

কামাল হোসেন: [২] রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে নিয়মিত যানবাহনের পাশাপাশি ফরিদপুরের আটরশি বিশ্ব জাকের মঞ্জিলের তিনদিনের ওরস শেষে শতশত গাড়ি ফিরতে শুরু করেছে। এতে করে অতিরিক্ত গাড়ির চাপে দৌলতদিয়া ঘাট এলাকায় রোববার দুপুরের পর থেকে যানবাহনের দীর্ঘ সিরিয়াল সৃষ্টি হয়।

[৩]বিআইডব্লিউটিসি ও ঘাট সংশ্লিষ্ট অন্যান্য সূত্রে জানা যায়, ফরিদপুরে বিশ্ব জাকের মঞ্জিলের তিনদিনের বাৎসরিক ওরসে ঢাকা, গাজীপুর, ময়মনসিংহ, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জসহ এ অঞ্চলের অসংখ্য ভক্তরা শতশত বাস ও ব্যক্তিগত গাড়ীযোগে অংশ নেন। ভোরে আখেরি মোনাজাতের মাধ্যমে ওরসের সমাপ্তি ঘটে। তারপর হতে ওই ভক্তরা একযোগে ফিরতে শুরু করেছে। পাশাপাশি টানা তিনদিনের সরকারি ছুটি শেষে বাড়িতে আসা অসংখ্য কর্মমুখী মানুষ রাজধানীতে ফিরতে শুরু করেছে। এ সকল কারনে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের দৌলতদিয়া ঘাট এলাকায় দুপুরের পর হতে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হচ্ছে।

[৪] সরেজমিন বেলা ২ টার দিকে দেখা যায়, দৌলতদিয়া ফেরিঘাট হতে গোয়ালন্দ ফিডমিল পর্যন্ত প্রায় সাড়ে ৩ কিলোমিটার জুড়ে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়েছে। সারিতে ওরসের গাড়ির সংখ্যাই অধিক। দীর্ঘ সময় আটকে থেকে মুসল্লিদের যোহরের নামাজ আদায়, দুপুরের খাওয়াসহ প্রাকৃতিক কাজে দূর্ভোগের শিকার হতে হচ্ছে।

[৫] এদিকে ঘাটের উপর চাপ কমিয়ে যাত্রী দূর্ভোগ এড়াতে পুলিশ প্রায় ১৩ কিলোমিটার দূরে গোয়ালন্দ মোড় এলাকায় অপচনশীল মালবোঝাই ট্রাক ও কাভার্ডভ্যান গুলোকে আটকে দিচ্ছে বলে জানা গেছে। দৌলতদিয়া ঘাট ও গোয়ালন্দ মোড় সহ অন্তত ৫শ গাড়ি মহাসড়কে আটকে আছে বলে সংশ্লিষ্টদের ধারনা।

[৬] বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহকারী ব্যবস্থাপক মাহাবুব হোসেন বলেন, একসঙ্গে অতিরিক্ত গাড়ি চলে আসায় ঘাট এলাকায় বাড়তি চাপ সৃষ্টি হয়েছে। তবে নৌরুটে ১৬ টি ফেরি চলছে। অল্প সময়ের মধ্যেই আটকে থাকা যানবাহনগুলো নদী পারাপারের সুযোগ পাচ্ছে। যাত্রীবাহী যানবাহনের চাপ কমলে সুবিধামতো পণ্যবাহী গাড়িগুলো পার করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়