বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ [২] গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রাত ১২টা ১ মিনিটে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কিউ এম মাহবুব এর নেতৃত্বে বশেমুরবিপ্রবি কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
[৩] এরপর সকাল সাড়ে সাতটায় বিশ্ববিদ্যালয়ে প্রভাত ফেরি অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে দশটায় একাডেমিক ভবনের ৫০১ নম্বর কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন উপাচার্য ড. এ কিউ এম মাহবুব। এসময় তিনি বাংলা ভাষা রক্ষা ও এর তাৎপর্য তুলে ধরেন। আলোচনা সভায় মূল প্রবন্ধ পাঠ করেন ইংরেজি বিভাগের সহকারি অধ্যাপক কাজী মশিউর রহমান।