শিরোনাম
◈ জাতীয় দল নির্বাচক‌দের প্রতি গুরুতর অ‌ভি‌যোগ আন‌লেন অধিনায়ক লিটন দাস ◈ মানহানিকর বক্তব্য প্রচার বিষয়ে অধ্যাপক আলী রীয়াজের বিবৃতি ◈ হাসিনাকে ফেরাতে বাংলাদেশের অনুরোধ পর্যালোচনা করছে ভারত ◈ পে স্কেল নিয়ে নতুন তথ্য, গেজেট প্রকাশের বিষয়ে আলোচনা ◈ জাতীয় নির্বাচন সুষ্ঠু করতে তিনটি বড় বাধা দেখছেন পর্যবেক্ষকরা ◈ এএফসি এশিয়ান কাপ বাছাই, শ্রীলঙ্কা‌কে ৫-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ ‘মায়ের ডাক’খ্যাত বিএনপির প্রার্থী তুলির বিরুদ্ধে মামলা ◈ নতুন মৌসু‌মে বিপিএলের ট্রফিতে আসছে পরিবর্তন  ◈ ব্যাংক কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে নতুন নির্দেশনা ◈ ‘চুল ধরে টেনে রাস্তায় ফেলা হয়েছে’, ইমরান খানের বোনদের অভিযোগ

প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি, ২০২১, ১০:৩৪ দুপুর
আপডেট : ২১ ফেব্রুয়ারি, ২০২১, ১০:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পিএসএলে প্রথমদিনেই করোনার হানা; বায়োবাবল ভেঙে নির্বাসনে দুই তারকা

স্পোর্টস ডেস্ক: [২]করোনা বাধা কাটিয়ে শুরু হয়েছে পাকিস্তান সুপার লিগ পিএসএল-২০২১ আসর। তবে এরই মাঝে হানা দিয়েছে করোনা। তার ওপর বায়োবাবল প্রটোকল ভেঙেছেন দুই তারকা।

[৩] পিএসএল ষষ্ঠ শুরু হয়েছে ২০ ফেব্রুয়ারি, এদিনই জানা যায়, টুর্নামেন্টের এক খেলোয়াড়ের দেহে মিলেছে করোনার উপস্থিতি। বায়োবাবলে রুটিনমাফিক করোনা পরীক্ষা করতে গিয়ে ভাইরাসের উপস্থিতি ধরা পড়লে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

[৪] এরপর খবর বের হয়- পেশোয়ার জালমির দুই তারকা ওয়াহাব রিয়াজ ও ড্যারেন স্যামি ভেঙেছেন করোনার প্রটোকল। এদের মধ্যে ওয়াহাব অধিনায়ক ও স্যামি কোচের দায়িত্বে রয়েছেন।

[৫] লাহোর কালান্দার্সের ঐ ক্রিকেটারের করোনা আক্রান্তের খবর যখন আতঙ্ক ছড়াচ্ছে, তখন ওয়াহাব ও স্যামির এমন কাণ্ড ঘটান। তাই তো তাদের পাঠানো হয়েছে তিন দিনের কোয়ারেন্টিনে। ফলে দল থেকে আলাদা হয়ে অনেকটা আইসোলেশন পর্বই সারতে হচ্ছে তাদের।

[৬] পিএসএলের নিয়ম অনুযায়ী, বায়োবাবলে ঢুকতে হলে ৩ দিন কোয়ারেন্টিন করতে হবে এবং সেই সময়ে করোনা পরীক্ষায় নেগেটিভ হতে হবে।

[৭] এদিকে আজ ২১ ফেব্রুয়ারি লাহোরের বিপক্ষে আসরে নিজেদের প্রথম ম্যাচ খেলবে পেশোয়ার। এই ম্যাচে ডাগআউটে থাকবেন না স্যামি, ওয়াহাব থাকবেন না একাদশে। তার পরিবর্তে দলকে নেতৃত্ব দিতে পারেন শোয়েব মালিক।

[৮] পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আন্তরিকতার সাথে করোনা প্রটোকল মেনে চলার বার্তা দেওয়ার তিন দিনের মাথায়ই ওয়াহাব ও স্যামি বায়োবাবলের বাইরে গিয়ে এক ব্যক্তির সাথে দেখা করে আসেন। গুঞ্জন রয়েছে- তারা দুজন পেশোয়ার জালমির মালিকের সাথে দেখা করতে গিয়েছিলেন যিনি বায়োবাবলের অন্তর্ভুক্ত নন। - দ্যা ডন/ ক্রিকেট টাইমস্

  • সর্বশেষ
  • জনপ্রিয়