শিরোনাম
◈ ক্যাম্পাসে অশোভন আচরণের অভিযোগে রাকসু জিএস সালাউদ্দিন আম্মারের মানসিক স্বাস্থ্য মূল্যায়নের দাবি ছাত্রদলের ◈ পা‌কিস্তান বংশোদ্ভূত ৪২ ক্রিকেটারের ভারতে আসা নিয়ে প্রশ্ন! ভিসা সমস্যা সমাধা‌নে মা‌ঠে নে‌মেছে আই‌সি‌সি ◈ জামায়াত জোটে ভাঙন, কার ক্ষতি হলো ◈ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তারেক রহমানের ব্যানার ছিড়ে ফেললেন রাকসু জিএস ◈ ইরানে ট্রাম্পের অবস্থান পরিবর্তন, বিপাকে আন্দোলনকারীরা ◈ আমদানি বন্ধের সুযোগে চালের কৃত্রিম সংকট তৈরি করে দাম বৃদ্ধি ◈ লাল পাসপোর্ট জমা দিচ্ছেন উপদেষ্টারা ◈ সাত লাখ টাকায় রাশিয়া গিয়ে ছয় মাসের মাথায় দেশে ফিরতে হলো ৩৫ বাংলাদেশিকে ◈ চিলিতে ভয়াবহ দাবানল: দুই অঞ্চলে ‘মহাবিপর্যয়’ ঘোষণা, ১৬ জনের মৃত্যু ◈ বাংলাদেশ না খেললে বিশ্বকাপ বয়কট করবে পাকিস্তানও!

প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি, ২০২১, ০১:৪৩ রাত
আপডেট : ২১ ফেব্রুয়ারি, ২০২১, ০১:৪৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্বর্ণের দোকান থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার : ‘বেশি কথা বইলেন না, উড়াইয়া দিবো’

ডেস্ক রিপোর্ট : রাজধানীর বায়তুল মোকাররম মার্কেটের একটি স্বর্ণের দোকান থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় স্বর্ণের দোকানে ক্রেতা সেজে আসা সাইফুল ইসলাম নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

শনিবার (২০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে বোমাসদৃশ বস্তুটি উদ্ধার করে পুলিশ। পরীক্ষার জন্য ঘটনাস্থলে হাজির হয়েছে বোম্ব ডিসপোজাল টিম ও সিআইডির ক্রাইম সিন।

পল্টন থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, আমরা একজনকে আটক করেছি। প্রাথমিকভাবে মনে হয়েছে, স্বর্ণের দোকানে ছিনতাই করতে এসেছিল। তাকে আটক করা হয়েছে। ছিনতাইয়ের কৌশল হিসেবে সে ভুয়া কিছু দেখিয়েছে নাকি সত্যিকার বোমা তা পরীক্ষা করে দেখা হচ্ছে।

পল্টন থানার উপ-পরিদর্শক শফিজ উদ্দিন এ তথ্য নিশ্চিত করে বলেন, মার্কেটের নিচতলায় প্যারাগন জুয়েলার্সে একটি ইমিটেশনের বালা নিয়ে আসেন সাইফুল। বালা দেখিয়ে এটা বানাতে সম পরিমাণ স্বর্ণ দিতে বলেন। এ নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বোমা সদৃশ বস্তু দেখিয়ে সব উড়িয়ে দেয়ার হুমকি দেন সাইফুল।

তিনি বলেন, বোমা সদৃশ বস্তুটা প্রাথমিকভাবে দেখা গেছে, স্যানিটাইজার স্প্রে করার ছয়টা বোতলের সঙ্গে ব্যাটারি স্কচটেপ দিয়ে পেঁচিয়ে টাইম বোমার মতো বানানো হয়েছে। এটা দেখিয়ে সাইফুল দোকানদারদের হুমকি দিচ্ছিল ‘বেশি কথা বইলেন না, উড়াইয়া দিবো।’

সাইফুলের হাতে মরিচের গুড়াও ছিল। সব জব্দ করা হয়েছে। এখন বোম্ব ডিসপোজাল ইউনিট ও সিআইডির ক্রাইম সিনসহ পুলিশের অন্যান্য ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে রয়েছেন।
সূত্র- পিপিবিডি.কম

  • সর্বশেষ
  • জনপ্রিয়