এস এম সাব্বির : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গোপালগঞ্জ পৌর কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন সর্বস্তরের মানুষ।
স্বাস্থ্য বিধি মেনে রাত ১২টা ১মিনিটে প্রথমে গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর জেলা পরিষদের পক্ষ থেকে প্রশাসক চৌধুরী এমদাদুল হক, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পুলিশ সুপার আয়শা সিদ্দিক, গোপালগঞ্জ পৌরসভার পক্ষ থেকে মেয়র কাজী লিয়াকত আলী লেকু শ্রদ্ধানিবেদন করেন।
পরে জেলা আওয়ামীলীগ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, প্রেসক্লাব, গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়ন, যুবলীগ, ছাত্রলীগ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও রাজনৈতিক সংগঠনসহ জেলার সর্বস্তরের মানুষ শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এসময় ভাষা সৈনিকদের প্রতি শ্রদ্ধায় ফুলে ফুলে ভরে ওঠে শহীদ মিনারের বেদি।