ফরহাদ আমিন: [২]কক্সবাজারের টেকনাফে জাদিমুড়া ২৭নম্বর শরনার্থী শিবির থেকে ১০হাজার পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা যুবককে আটক করেছে আমর্ড ব্যাটালিয়ন (এপিবিএন) পুলিশ সদস্যরা।
[৩]শনিবার সকালে উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া ২৭নম্বর শরনার্থী শিবিরের এ-বল্ক এলাকা থেকে ইয়াবাসহ তাকে আটক করা হয়।আটক হলেন,হ্নীলা ইউপি জাদিমুড়া ২৭নম্বর শরনার্থী শিবিরের বল্ক এ বাসিন্দা করিম উল্লাহ ছেলে মোঃ শাহ আলম (১৯)।
[৪]শনিবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন ১৬আমর্ড ব্যাটালিয়ন (এপিবিএন) পুলিশের অধিনায়ক মোঃ তারিকুল ইসলাম তারিক।তিনি বলেন,শনিবার সকালে হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া
বাজার এলাকায় চেকপোস্টে দায়িত্বকালীন গোপন সংবাদের ভিত্তিতে উপ পরিদর্শক বিশ্বনাথ সাহা সর্ঙ্গীয় ফোর্স নিয়ে জাদিমুড়া ২৭নম্বর শরনার্থী শিবিরের এ ব্লকের পুরাতন মসজিদের পশ্চিমের মেইন রাস্তায় কামালের টং দোকানের সামনে অভিযান চালিয়ে১০হাজার পিস ইয়াবাসহ হাতে নাতে এক রোহিঙ্গা যুবককে আটক করতে সক্ষম হয়।ইয়াবার আনুমানিক মূল্য২০লাখ টাকা।
[৫]তিনি আরো বলেন,উদ্ধারকৃত ইয়াবাসহ আটকের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।