হারুন অর রশিদ: নরসিংদীর রায়পুরায় জমি নিয়ে পূর্বশত্রুতার জেরে মো. শহীদ মিয়া (৭০) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করেছে তার চাচাতো ভাইয়েরা। আজ শনিবার দুপুর ২টায় উপজেলার উত্তরবাখরনগর ইউনিয়নের লোচনপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শহীদ ওই গ্রামের মৃত মেদর মিয়ার ছেলে।
নিহতের স্ত্রীর আনোয়ারা বেগম জানান, জমি নিয়ে চাচাতো ভাইদের সঙ্গে স্বামী শহীদ মিয়ার বিরোধ চলে আসছিল। এনিয়ে থানায় অভিযোগও করেন ভুক্তভুগী পরিবারটি। এরপরও সমাধান মেলেনি। শনিবার সকালে ওই জমিতে জোরপূর্বক গাছ কাটকে যান প্রতিপক্ষ দুই চাচাতো ভাই আব্দুল মন্নান ও আব্দুল খালেক। ওই সময় তাতে বাধা দেয় শহীদ। পরে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে চাচাতো ভাই ও তাদের ছেলেরা মিলে শহীদকে পিটিয়ে হত্যা করেন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
রায়পুরা থানার এসআই দেব দুলাল দে জানান, হত্যাকান্ডের ঘটনায় এখনো থানায় মামলা হয়নি। নিহতের লাশ ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। জড়িতদের ধরতে অভিযান অব্যাহত।