শিরোনাম
◈ জুলাই সনদ বাস্তবায়ন ও সময়মতো জাতীয় নির্বাচন নিশ্চিতের আহ্বান বিএনপির স্থায়ী কমিটির ◈ কমিশনের মোট ব্যয় হয়েছে ১ কোটি ৭১ লাখ টাকা, আপ্যায়ন বাবদ ব্যয়  ৪৫ লাখ টাকা ◈ ভার‌তের কা‌ছে পাত্তাই পে‌লো না অস্ট্রেলিয়া, ম‌্যাচ হার‌লো ৪২ রা‌নে ◈ শুল্ক চুক্তির অধীনে মা‌র্কিন উ‌ড়োজাহাজ নির্মাতা বোয়িংয়ের কাছ থেকে ২৫টি বিমান কিনছে বাংলাদেশ ◈ টিটিপাড়ায় ৬ লেনের আন্ডারপাস, গাড়ি চলাচল শুরু শিগগিরই (ভিডিও) ◈ বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ নিয়ে বাংলাদেশ ব্যাংকের বিশেষ বার্তা ◈ ভালোবাসার টানে মালিকের সঙ্গে ইতালি যাওয়া হলো না সেই বিড়াল ক্যান্ডির! ◈ ৬৬ পর্যবেক্ষক সংস্থা পেল নিবন্ধন, নতুন নীতিমালায় পুরনো ৯৬টির নিবন্ধন বাতিল ◈ সরকারি দায়িত্ব শেষ, পেশাগত কাজে যুক্তরাষ্ট্রে অধ্যাপক আলী রীয়াজ: ফিরবেন কিছুদিন পর ◈ ৯ দল নিয়ে এনসিপির রাজনৈতিক জোটের সম্ভাবনা: নাসীরুদ্দীন পাটওয়ারী

প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:৪৬ সকাল
আপডেট : ২০ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] খুলনার কপিলমুনিতে দিনব্যাপি ফ্রি মেডিকেল ক্যাম্পে রোগীদের চিকিৎসা প্রদান

শেখ সেকেন্দার :[২] শনিবার ফ্রি মেডিকেল ক্যাম্পে দিনব্যাপি রোগীদের ফ্রি চিকিৎসা দেওয়া হয়। কপিলমুনি মেহেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন একাডেমি কক্ষে ১৪ জন চিকিৎসক দিনব্যাপি শত শত রোগীদের ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেন।

[৩] ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস এর সহায়তায় মুন্সি আফজাল হোসেন ও সেলিনা খাতুন ফাউন্ডেশনের আয়োজনে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। এর আগে সকাল ৯ টায় উক্ত বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠানটির শুভ উদ্বোধন করা হয়।

[৪] উদ্বোধনী বক্তব্য রাখেন, সাবেক ব্যাংক কর্মকর্তা শেখ আব্দুর রশিদ।প্রধান অতিথি ছিলেন ইউনিমেড ইউনিহেলথ এর এম ডি মোছাদ্দেক হোসেন, বিশেষ অতিথি ছিলেন, সাবেক যুগ্ন সচিব ময়েজ উদ্দিন, রাজশাহী রেঞ্জের এডিশনাল ডি আই জি জয়দেব ভদ্র, পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবি এম খালিদ হোসেন সিদ্দিকি, খুলনা মেডিকেল কলেজের গাইনী বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর ডাঃ রওশন আরা বেগম, ইউ পি চেয়ারম্যান মোঃ কওছার আলী জোয়ারদার। অনুষ্ঠানটি পরিচালনা করেন, ইউনিমেড ইউনিহেলথ এর ডিজিএম আউয়ুব আলী মোড়ল।

[৫] ফ্রি মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের সচিব তপন কান্তি ঘোষ।এছাড়া আজ রবিবার হরিঢালী ইউনিয়নে মাহমুদকাটি অনির্বাণ লাইব্রেরীতেও দিনব্যাপি অনুরুপ ফ্রি মেডিকেল ক্যাম্পে রোগীদের চিকিৎসা সেবা দেয়া হবে। সম্পাদনা:অনন্যা আফরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়