শিরোনাম
◈ ভারত–বাংলাদেশ নিরাপত্তা সংলাপ: দুই দিনের বৈঠকে ‘ইতিবাচক বার্তা’ ◈ পেশাগত নিরাপত্তা, স্বাস্থ্য ও কর্মক্ষেত্র নিরাপত্তায় বৈপ্লবিক অগ্রগতি—আইএলওর ১০টি মৌলিক দলিল অনুমোদন করলো বাংলাদেশ ◈ প্রবাসী ভোটারদের রেকর্ড সাড়া—পোস্টাল ভোট অ্যাপে কোরিয়া-জাপান এগিয়ে ◈ সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণে সম্মতি খালেদা জিয়ার ◈ আজ সশস্ত্র বাহিনী দিবস ◈ চট্টগ্রাম বন্দর নিয়ে চুক্তির সব কার্যক্রম বন্ধের নির্দেশ ◈ শ্রীলঙ্কাকে ৬৭ রা‌নে হারা‌লো  জিম্বাবুয়ে  ◈ রায়ের পর হাসিনাকে ফেরত দেয়ার দাবি জোরালো হচ্ছে ◈ রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি, চার মাসে এলো এক লাখ ১৯ হাজার কোটি টাকা ◈ প্রবাসী ভোটারদের সতর্কতা: ঘোষণাপত্রে স্বাক্ষর না দিলে পোস্টাল ভোট বাতিল

প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:৪৬ সকাল
আপডেট : ২০ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] খুলনার কপিলমুনিতে দিনব্যাপি ফ্রি মেডিকেল ক্যাম্পে রোগীদের চিকিৎসা প্রদান

শেখ সেকেন্দার :[২] শনিবার ফ্রি মেডিকেল ক্যাম্পে দিনব্যাপি রোগীদের ফ্রি চিকিৎসা দেওয়া হয়। কপিলমুনি মেহেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন একাডেমি কক্ষে ১৪ জন চিকিৎসক দিনব্যাপি শত শত রোগীদের ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেন।

[৩] ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস এর সহায়তায় মুন্সি আফজাল হোসেন ও সেলিনা খাতুন ফাউন্ডেশনের আয়োজনে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। এর আগে সকাল ৯ টায় উক্ত বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠানটির শুভ উদ্বোধন করা হয়।

[৪] উদ্বোধনী বক্তব্য রাখেন, সাবেক ব্যাংক কর্মকর্তা শেখ আব্দুর রশিদ।প্রধান অতিথি ছিলেন ইউনিমেড ইউনিহেলথ এর এম ডি মোছাদ্দেক হোসেন, বিশেষ অতিথি ছিলেন, সাবেক যুগ্ন সচিব ময়েজ উদ্দিন, রাজশাহী রেঞ্জের এডিশনাল ডি আই জি জয়দেব ভদ্র, পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবি এম খালিদ হোসেন সিদ্দিকি, খুলনা মেডিকেল কলেজের গাইনী বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর ডাঃ রওশন আরা বেগম, ইউ পি চেয়ারম্যান মোঃ কওছার আলী জোয়ারদার। অনুষ্ঠানটি পরিচালনা করেন, ইউনিমেড ইউনিহেলথ এর ডিজিএম আউয়ুব আলী মোড়ল।

[৫] ফ্রি মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের সচিব তপন কান্তি ঘোষ।এছাড়া আজ রবিবার হরিঢালী ইউনিয়নে মাহমুদকাটি অনির্বাণ লাইব্রেরীতেও দিনব্যাপি অনুরুপ ফ্রি মেডিকেল ক্যাম্পে রোগীদের চিকিৎসা সেবা দেয়া হবে। সম্পাদনা:অনন্যা আফরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়