শিরোনাম
◈ জনসভা ছাড়িয়ে নিউজফিড: কেন সামাজিক মাধ্যমই এবারের নির্বাচনের মূল ময়দান ◈ উত্তরবঙ্গকে কৃষিভিত্তিক শিল্পের রাজধানী বানাতে চাই, বেকারত্ব দূর করবো: ডা. শফিকুর রহমান ◈ বিএনপি চাইলে ঢাকা শহরে জামায়াতের কোনো প্রার্থীই রাস্তায় নামতে পারবে না: ইশরাক হোসেন ◈ সংসদ নির্বাচন এবং গণভোটের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ইসির ◈ এক সপ্তাহে যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতার ২৭৮, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার ◈ নতুন পে-স্কেল, রাজস্ব ঘাটতি ও উচ্চ মূল্যস্ফীতি: পরবর্তী সরকার আর্থিক চাপে পড়বে ◈ আগামী ১২ ফেব্রুয়ারির ভোট ভবিষ্যৎ নির্বাচনের মানদণ্ড স্থাপন করবে: মার্কিন রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা ◈ আইসিসিকে ফের চিঠি বিসিবির, নিরপেক্ষ কমিটিতে দাবি পাঠানোর অনু‌রোধ ◈ বিএনপির বিদ্রোহী প্রার্থী নিয়ে দুশ্চিন্তায় জোট শরিকরা ◈ পিনাকী ভট্টাচার্যের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ

প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি, ২০২১, ১০:১৮ দুপুর
আপডেট : ১৯ ফেব্রুয়ারি, ২০২১, ১০:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] উত্তর বাড্ডায় কাঠের ফার্নিচার কারখানায় অগ্নিকাণ্ডে ৫ লাখ টাকার ক্ষতি

সুজন কৈরী: [২] রাজধানীর উত্তর বাড্ডার সাঁতারকুল রোডের তিনটি ফোম ও কাঠের ফার্নিচারের কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে একটি কারখানা বেশি ও বাকি দুটি আংশিক পুড়ে গেছে। বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

[৩] আগুনে পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে। ঘটনাস্থল থেকে ১৫ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।

[৪] বৃহস্পতিবার রাত ১১টা ৫৫মিনিটে আগুনের সূত্রপাত ঘটে। পরে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের বারিধারা স্টেশনের দুটি ইউনিট প্রায় পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

[৫] শুক্রবার সরেজমিনে দেখা যায়, তিনটি কারখানার মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মামুন ‘স’মিল। মিলটির ভেতরে থাকা সব মালামাল ও কাঠ কাটার সব মেশিন পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত অপর দুটি কারখানা হচ্ছে জেসমিন ফার্নিচার। সেখানে কাঠ কাটার জায়গাটি পুড়ে গেছে।

[৬] প্রতিষ্ঠানের ম্যানেজার সাইদুল বলেন, রাত ৯টার দিকে কাজ শেষ করে মালিক-স্টাফ সবাই বাসায় চলে যায়। রাত ১২টার দিকে ফোনে জানতে পারি কারখানায় আগুন লেগেছে। ঘটনাস্থলে এসে দেখি মূল আগুন মামুন ‘স’মিলে লেগেছে। সেখান থেকে আগুন আমাদের কারখানা ও অন্য আরেকটি কারখানায় ছড়িয়ে পড়ে।

[৭] ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের বারিধারা স্টেশনের সিনিয়র অফিসার আবুল কালাম আজাদ বলেন, রাত ১১টা ৫৫মিনিটে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। স্টেশনের দুটি ইউনিট গিয়ে কাজ শুরু করে। এছাড়া তেজগাঁও স্টেশন থেকে আরও দুটি ইউনিট ঘটনাস্থলে রওয়ানা করে। তবে ওই দুটি ইউনিট আসার আগেই বারিধারার দুটি ইউনিট রাত ১টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

[৮] তিনি আরও জানান, মোট তিনটি কারখানায় অগ্নিকাণ্ড ঘটে। এতে একটি ফোম ও কাঠের তৈরি কারখানা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বাকি দুটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রথমে বেশি ক্ষতিগ্রস্ত কারখানায় বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লাগে। কারখানার চালের টিনটি পুড়ে গিয়েআগুন উপরের দিকে ছড়িয়ে পড়ে। পাশাপাশি থাকায় বাকি দুটি কারখানা ক্ষতিগ্রস্ত হয়েছে।

[৯] ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম বলেন, আগুনে পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে এবং ১৫ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়