শিরোনাম
◈ কাশ্মীর সীমান্তে একাধিক পাকিস্তানি ড্রোন শনাক্ত: সর্বোচ্চ সতর্কতায় ভারতীয় বাহিনী ◈ চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ থামছেই না: বাড়ছে আতঙ্ক, ঝুঁকিতে যাত্রীরা ◈ এবার বাংলাদেশের ওপর নজরদারি বাড়াতে নতুন নৌঘাঁটি বানাচ্ছে ভারত ◈ ভিয়েতনামে ২০ বছরের মধ্যে আসিয়ানের সবচেয়ে বড় তেলের মজুত সন্ধান! ◈ কাউন্সিল হ্যা বললে ২য় বিয়েতে স্ত্রীর অনুমতি লাগবে না: হাইকোর্ট (ভিডিও) ◈ এক-দুই দিনের মধ্যে ২০-২৫ আসনে প্রার্থী ঘোষণা দেবে এনসিপি ◈ কী ঘটেছিল, কী দেখে প্রাণ নিয়ে পালিয়েছিল ডাকাতদল? যা জানাগেল (ভিডিও) ◈ স্বেচ্ছাসেবক দলের নেতা মুছাব্বির হত্যা: ১৫ লাখ টাকা চুক্তিতে খুন, জড়িত তিন সহোদর ◈ ইরানে সরকারবিরোধী বিক্ষোভে নিহত ১৯২, ‘ব্যাপক হত্যাকাণ্ডের’ শঙ্কা মানবাধিকার সংস্থার ◈ নির্বাচনের পর কী করবেন ড. ইউনূস, জানাল প্রেস উইং

প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি, ২০২১, ০৮:৫৯ সকাল
আপডেট : ১৯ ফেব্রুয়ারি, ২০২১, ০৮:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কর্মস্থলে দুর্ঘটনায় মৃত্যুর নির্ধারিত ক্ষতিপূরণের পরিমান শ্রমিকদের সঙ্গে উপহাসের নামান্তর

শরীফ শাওন: [২] গার্মেন্ট শ্রমিক ফ্রন্টের সভাপতি আহসান হাবিব বুলবুল বলেন, রপ্তানিমুখী শিল্পের মুনাফায় শ্রমিকদের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। শ্রমিকদের অবসানকালীন সুবিধা যেন মালিকরা আত্মসাৎ করতে পারে, শ্রম আইনে সে সুযোগও দেওয়া হয়েছে।

[৩] শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে শ্রমিক হয়রানি বন্ধে শ্রম আইনের কালো ধারা বাতিলের দাবিতে মানববন্ধনে তিনি আরও বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন তথা সম্পদ সৃষ্টির কারিগর শ্রমিকরা। তবে পুঁজি মালিকদের স্বার্থ রক্ষায় আইএলও কনভেনশন অনুসারে শ্রমিকদের মানসম্মত জীবনধারণ অধিকার, স্বাধীনভাবে সংগঠিত হওয়া ও দরকষাকষির অধিকারের স্বীকৃতি দেয়নি রাষ্ট্র।

[৪] বুলবুল বলেন, কর্মক্ষেত্রে দুর্ঘটনাজনিত কারণে মৃত্যু বা পঙ্গুত্বে আজীবন আয়ের সমপরিমান ক্ষতিপূরণ, মুনাফায় অংশগ্রহণ, অবসরকালীন সুবিধা, বাজার মূল্যের সঙ্গে মজুরি নির্ধারণ ও ট্রেড ইউনিয়ন অধিকর নিশ্চিত করতে হবে।

[৫] স্বাধীনতা অর্জনে যারা জীবন দিয়েছিলেন তাদের সংখ্যাগরিষ্ঠ অংশ শ্রমজীবী মানুষ হলেও ২০০৬ সাল পর্যন্ত তাদের কর্মভাগ্য নির্ধারিত হয়েছে ব্রিটিশ ও পাকিস্থান আমরের ঔপনিবেশিক আইন দ্বারা। ২০১৩ ও ২০১৮ সালে শ্রম আইন সংশোধন হয়েছে, কিন্তু প্রতিবারই শ্রমজীবীরা প্রতারিত হয়েছে, অধিকার আরও সংকুচিত হয়েছে।

[৬] এসময় শ্রম আইনের ২৩, ২৬, ২৭ (৩ক), ১৭৯ (২.৫), ১৮০ (১খ), ২৩২(৩) নং ধারাসহ শ্রমিক স্বার্থ বিরোধী ধারাগুলো বাতিলের দাবি জানিয়েছে সংগঠনটি। নির্যাতন মুক্ত কর্মপরিবেশ নিশ্চিত করতে আইএলও কনভেনশন অনুস্বাক্ষরেরও দাবি জানিয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়