কোটচাঁদপুর প্রতিনিধি: [২] ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার কাগমারি ঈদগাহ নামক স্থানে মোটরসাইকেল ও পথচারী মুখোমুখি সংর্ঘষে তিনজন আহতের ঘটনা ঘটেছে।
[৩] শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ৯ টার দিকে উপজেলার কাগমারি ঈদগাহ নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। আহত রবিউল ইসলাম (৪৮), জাহিদ (২২) দু'জনই কাগমারি গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়, একটি মটরসাইকেল গতিবেগে গ্রামের দিকে প্রবেশের সময় অপর প্রান্ত থেকে পথচারী দুজনের সাথে সজোরে ধাক্কা লাগে। আহতদের কে কোটচাঁদপুর ফায়ার সার্ভিস উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
[৪] এসময় গুরুতর আঘাতপ্রাপ্ত আহত জাহিদ কে যশোর সদর হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক রেফাট করেন এবং বর্তমানে একজন হাসপাতালে ও অপর একজন সামান্য আঘাত প্রাপ্ত হয়ে নিজ বাড়িতে অবস্থান করে চিকিৎসা গ্রহন করছেন।সম্পাদনা: সাদেক আলী