শরীফ শাওন: [২] কাউন্সিলের সভাপতি ফয়জুল হাকিম বলেন, করোনাকালে অনেকেই কর্মহীন বা অর্ধেক বেতন পেলেও চাল ডাল তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়ে জীবনযাত্রা দূর্বিসহ হয়ে উঠেছে।
[৩] বৃহস্পতিবার প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে তিনি বলেন, সংসদরে ৮০ শতাংশ সদস্যই ব্যবসায়ী দেশ ব্যবসায়ী শ্রেণির দখলে। সরকার তাদের সেবায় কাজ করছে।
[৪] অন্যান্য বক্তারা বলেন, ২৫টি পাটকল ও ৬টি চিনিকল বন্ধ করে লাখ শ্রমিককে বেকার করা হয়েছে। সরকার দলিয় লোকেরা দুর্নীতি লুটপাট করে বিদেশে অর্থ পাচার করছে।
[৫] তারা বলেন, লুটেরা সন্ত্রাসী দুর্নীতিবাজ মাফিয়াদের হাত থেকে দেশ রক্ষায় জনগণকে এগিয়ে আসতে হবে। ফ্যাসিবাদী শাসকের বিরুদ্ধে আজ ঐক্যবদ্ধ হতে হবে।