জবি প্রতিনিধি: [২] জবি বিএনসিসির অঙ্গীকার, ভাষার মাসে শহীদ মিনার থাকবে পরিস্কার’ স্লোগানে ভাষার মাস ফেব্রুয়ারিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার পরিস্কার রাখার অঙ্গীকার করেছে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি), জগন্নাথ বিশ্ববিদ্যালয় কন্টিনজেন্ট ।
[৩] বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. শামীমা বেগম এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল বিএনসিসি পরিস্কার -পরিচ্ছন্ন কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় অধ্যাপক ড. শামীমা বেগম বলেন, বিএনসিসির এ উদ্যোগ সত্যি প্রশংসনীয়। প্রত্যেক মাসে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উচিত শহীদ মিনার পরিস্কার করা।
[৪] তিনি আরও বলেন, শহীদ মিনারের চারপাশে চারটি সচেতনতামূলক সাইনবাের্ড লাগিয়ে দেওয়া উচিত যাতে কেউ জুতা পায়ে শহীদ মিনারে না উঠে।
[৫] এসময় সংগঠনটির একদল ক্যাডেট ঝাড়ু ও ব্রাশ হাতে নিয়ে সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের মূল বেদিসহ চারপাশের দেয়ালে থাকা বিভিন্ন পােস্টার ও জমে থাকা শ্যাওলা পরিস্কার করেন ।পাশাপাশি শহীদ মিনারে জুতা পায়ে না ওঠার অনুরােধ করে নির্দেশনামূলক সাইনবাের্ডও লাগিয়ে দেয় সংগঠনটি ।
[৬] গত বছর শহীদ দিবস পালনের পর শহীদ মিনার আর পরিস্কার-পরিচ্ছন্ন করা হয়নি। তাই বৃহস্পতিবার বিএনসিসির একদল ক্যাডেট উদ্যোগী হয়ে শহীদ মিনারটি পরিস্কার করে।
[৭] শহীদ মিনার পরিস্কার সম্পর্কে ২ বিএনসিসি ব্যাটালিয়ন আলফা কোম্পানির কোম্পানি কমান্ডার পিইউও আতিয়ার রহমান বলেন, আসছে মহান শহীদ দিবস। ভাষা শহীদেরা তাদের জীবন বিলিয়ে দিয়ে আমাদের এ মাতৃভাষা উপহার দিয়ে গেছেন। ভাষা শহীদদের প্রতি সম্মান রেখেই আমাদের বিএনসিসির এই পরিষ্কার-পরিচ্ছন্ন কর্মসূচির আয়োজন।
[৮] উল্লেখ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয় বিএনসিসি ক্যাডেটরা প্রতিবছর ফেব্রুয়ারি মাসের ১ তারিখে পরিষ্কার-পরিচ্ছন্ন কর্মসূচি করে থাকেন। কিন্তু এবছর করোনার কারণে এ কর্মসূচি শহীদ দিবসের পূর্ব মুহুর্তে করা হয়েছে বলে জানান তারা।