সুজন কৈরী : রাজধানীর শ্যামলীর হলিউড রেস্তোরাঁর বার থেকে ৩৫২ বোতল বিদেশি মদ ও ৪৪৩ ক্যান বিয়ার উদ্ধার করেছে র্যাব। এ সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়।
র্যাব বলছে, বারটি অনুমোদিত মাদকের চেয়ে বেশি মাদক মজুদ করে রাখতো এবং লাইসেন্সবিহীন ও অপ্রাপ্ত বয়স্কদের কাছে মাদক বিক্রি করতো।
বুধবার ভোর রাতে হলিউড রেস্টুরেন্ট লিমিটেড নামক ওই রেস্তোরাঁ বারে অভিযান চালায় র্যাব -২। গ্রেপ্তারকৃতরা হলেন- রেস্তোরাঁর কর্মী সাগর হোসেন, মাহবুব ও আল আমিন। তবে রেস্তোরাঁর মালিক সাগর মিয়া পলাতক রয়েছেন। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে মদ-বিয়ার ছাড়াও ২১ হাজার টাকা জব্দ করা হয়েছে।
র্যাব -২ এর মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার (এএসপি) আব্দুল্লাহ আল মামুন বলেন, রেস্তোরাঁটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের লাইসেন্সে উল্লিখিত মাদক মজুদের চেয়ে অতিরিক্ত মজুদ এবং লাইসেন্সবিহীন ও অপ্রাপ্তবয়স্কদের কাছে মদ বিক্রি করার তথ্য পেয়ে অভিযানটি চালানো হয়। অভিযানকালে রেস্তোরাঁয় প্রায় ৫০ জন অপ্রাপ্তবয়স্ক তরুণকে মদ্যপান ও পার্টি করতে দেখা যায়। রোস্তোরাঁয় মাত্র একজন প্রাপ্ত বয়স্ক ব্যক্তির কাছে লাইসেন্স পাওয়া গেছে।
তিনি বলেন, রেস্তোরাঁটি বাংলাদেশ মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে পাওয়া লাইসেন্সে উল্লিখিত মাদকের চেয়ে অতিরিক্ত মাদক মজুদ করে রাখতো। এছাড়া লাইসেন্সবিহীন ও অপ্রাপ্তবয়স্কদের কাছে মাদক বিক্রি করতো। এভাবে মাদক বিক্রির ফলে যুবসমাজের ওপর ব্যাপক নীতিবাচক প্রভাব পড়ছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা র্যাবকে জানিয়েছেন, হলিউড রেস্তোরাঁ দীর্ঘদিন ধরেই মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের নির্দেশের বাইরে গিয়ে অবৈধভাবে মাদক মজুদ ও বিক্রি করছিলো।
গ্রেপ্তার তিনজনসহ রেস্তোরাঁর পলাতক মালিকসহ চারজনের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন র্যাব কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন।